একটি দল ধর্মকে ব্যবহার করে প্রতারণার চেষ্টা করছে: সালাহউদ্দিন আহমদ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, জনগণ এখন এমন একটি রাজনৈতিক দলকে চিহ্নিত করেছে, যেটি ধর্মকে ব্যবহার করে মানুষকে প্রতারিত করার চেষ্টা করছে।
তিনি বলেন, যে দলের কোনো নীতি-আদর্শ নাই, কোনো পরিকল্পনা নাই, শুধুমাত্র ধর্মের নামে একটা ট্যাবলেট বিক্রি করে জনগণের সাথে প্রতারণা করার পরিকল্পনা করছে, তাদের জনগণ ইতোমধ্যে চিনেছে, তাদের মুখোশ উন্মোচিত হয়েছে।
আজ সোমবার সকালে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশনে বিএনপির 'দেশ গড়ার পরিকল্পনা' শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বিএনপির এই নেতা বলেন, বিদেশ থেকে কেউ কেউ এভাবে এমনভাবে লিখছে, যেন তারাই হচ্ছে জ্ঞানের জাহাজ, বাকি সব মূর্খ।
তিনি বলেন, তাদের কোনো জবাবদিহিতা নেই এবং দায়িত্ববোধ নেই। দেশপ্রেমের কোনো বালাই নাই। সবার আগে চিন্তা হবে আমরা যা লিখছি, যা বলছি, তার দ্বারা দেশের কোনো স্বার্থহানি হচ্ছে কি না। এই কারণেই আমাদের নেতা তারেক রহমান বলেন, সবার আগে বাংলাদেশ।
সামাজিক যোগাযোগমাধ্যমের কথা উল্লেখ করে সালাহউদ্দিন বলেন, সোশ্যাল মিডিয়াতে চলছে গালিগালাজ, চলছে চরিত্রহন। এখন পলিটিক্যাল ক্যারেক্টার অ্যাসাসিনেশনের সংখ্যা হচ্ছে তো সবচাইতে বেশি।