একটি দল ধর্মের নামে ব্যবসা করে, তারা চায় নারীরা যেন অন্দরমহলে বন্দি থাকে: সালাহউদ্দিন

By স্টার অনলাইন রিপোর্ট
14 November 2025, 07:33 AM
UPDATED 14 November 2025, 14:05 PM

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশে একটি দল ধর্মের নামে ব্যবসা করে এবং জান্নাতের টিকিট বিক্রি করে ভোটের বৈতরণী পার হতে চায়। তাদের হাতে আজ নারীরা নির্যাতিত হচ্ছে। 

আজ শুক্রবার রাজধানীর শাহবাগে 'নারীর ওপর ক্রমবর্ধমান সহিংসতা ও অসম্মান প্রতিরোধে সচেতন নারী সমাজের মৌন মিছিল' শীর্ষক এক সমাবেশে এ মন্তব্য করেন তিনি।

সালাহউদ্দিন বলেন, 'তারা চায় যেন এ দেশের নারীরা অন্দরমহলে বন্দি থাকে। যেন বাংলাদেশের অর্ধেক জনগোষ্ঠী অন্ধকারে থাকে এবং নারীদের প্রগতি, অগ্রগতি না হয়। সেজন্য তারা বলছে, কর্মঘণ্টা কমিয়ে দিতে হবে কর্মসংস্থানের যাতে কোনোরকমের অসুবিধা না হয়। অথচ দেখা যায়, কর্মঘণ্টা কমিয়ে দিলেই নারীদের কর্মসংস্থান কমে যাবে।' 

'নারীরা তাদের কর্মস্থলে অবশ্যই সম্মানের সঙ্গে চাকরি করবে এবং সঠিক কর্মসংস্থানের জন্য কর্মঘণ্টা অনুযায়ী কাজ করবে, তারা তাদের যোগ্যতা-দক্ষতা প্রমাণ করবে', যোগ করেন তিনি। 

বিএনপির এই নেতা বলেন, 'নারীদের কর্মঘণ্টা কমানোর সঙ্গে কর্মসংস্থানের বিপরীত সম্পর্ক। আমরা চাই নারীদের কর্মসংস্থান বৃদ্ধি হোক। যদি কর্মঘণ্টা কমিয়ে দেওয়া হয়, তাহলে যারা কর্মসংস্থান, অফিস-আদালত, কল-কারখানা পরিচালনা করেন, তারা স্বাভাবিকভাবেই নারীদের চাকরি দিতে চাইবেন না। উল্টো কর্মসংস্থান কমে যাবে।' 

তিনি বলেন, 'যারা এ ধরনের বক্তব্য দিচ্ছে, তাদের উদ্দেশ্য খারাপ। তারা চায় নারীরা অন্দরমহলে বন্দি থাকুক। সমাজের অগ্রগতি তারা চায় না।'

সালাহউদ্দিন বলেন, 'দেশের অগ্রগতি নিশ্চিত করতে গেলে, বাংলাদেশের অর্ধেক জনগোষ্ঠী নারীদের অগ্রগতি নিশ্চিত করতে হবে। তাদের প্রগতি, সামাজিক নিরাপত্তা, রাষ্ট্রীয় নিরাপত্তা, পারিবারিক মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তাহলেই দেশ এগিয়ে যাবে।'

তিনি বলেন, 'জুলাই জাতীয় সনদ যেভাবে রচিত হয়েছে, প্রণীত হয়েছে, স্বাক্ষরিত হয়েছে, সেই জাতীয় সনদ আমরা অক্ষরে অক্ষরে প্রতিপালন করার জন্য অঙ্গীকারাবদ্ধ। এর বাইরে জবরদস্তিমূলক আর কোনো প্রস্তাব যদি চাপিয়ে দেওয়া হয়, সেটা জনগণ বিবেচনা করবে।'

'গণভোটের মাধ্যমে একইদিনে জাতীয় সংসদ নির্বাচনের দিনে জনগণের সম্মতি গ্রহণের জন্য যে প্রস্তাব করা হয়েছে, সেটাকে আমরা স্বাগত জানিয়েছি। তবে আমাদের মনে রাখতে হবে, গণভোটের মাধ্যমে আইন প্রণয়ন হয়ে যাবে না। গণভোটের মধ্য দিয়ে সংবিধান সংশোধন হয়ে যাবে না। তার জন্য অবশ্যই জাতীয় সংসদ গড়ে তুলতে হবে', বলেন তিনি। 

বিএনপির এই নেতা আরও বলেন, 'আমরা মনে করি, বাংলাদেশের সেই জাতীয় সংসদের সার্বভৌমত্ব যাতে খর্ব না হয়, সেজন্য আমরা কোনো আরোপিত আইন দিয়ে, আদেশ দিয়ে, যে কোনোরকম জবরদস্তিমূলক প্রস্তাব দিয়ে জাতীয় সংসদের সার্বভৌমত্বকে আমরা হস্তক্ষেপ করাতে দিতে চাই না।'

সমাবেশে সভাপতিত্ব করেন নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান এবং সঞ্চালনা করেন নারী ও শিশু অধিকার ফোরামের সদস্যসচিব নিপুণ রায় চৌধুরী।