হাসিনা ও কামালের যাবজ্জীবনের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আবেদন

By স্টার অনলাইন রিপোর্ট
15 December 2025, 08:10 AM

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের যাবজ্জীবন কারাদণ্ড বাড়িয়ে মৃত্যুদণ্ডের আরজি জানিয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন করেছে প্রসিকিউশন। জুলাই গণ–অভ্যুত্থান চলাকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে গত ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ (আইসিটি-১) যে রায় দিয়েছিলেন, তার একাংশ চ্যালেঞ্জ করে এই আপিল করা হয়েছে।

ট্রাইব্যুনাল ওই রায়ে একটি প্রধান অভিযোগে দুজনকে মৃত্যুদণ্ড দিলেও আরেকটি অভিযোগে 'আমৃত্যু কারাদণ্ড' বা যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছিলেন।

আজ মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইসিটির প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামিম বলেন, 'যে অভিযোগে তাঁদের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল, সেটির সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড করার জন্য আমরা আজ আটটি যুক্তি দেখিয়ে আপিল করেছি।'