হাসিনার ফেরা শেষ পর্যন্ত নয়াদিল্লির সদিচ্ছার ওপর নির্ভর করবে: পররাষ্ট্র উপদেষ্টা

By স্টার অনলাইন রিপোর্ট
10 December 2025, 12:07 PM
UPDATED 10 December 2025, 18:19 PM

পলাতক দণ্ডিত আসামি শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত আনার কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

আজ বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি বলেন, 'আমরা ভারতকে রাজি করানোর চেষ্টা করব, তাকে (হাসিনাকে) ফেরত পাঠাতে।'

এ সময় পররাষ্ট্র উপদেষ্টা জোর দিয়ে বলেন, 'হাসিনার বাংলাদেশে ফেরত আসা শেষ পর্যন্ত নির্ভর করবে নয়াদিল্লির সদিচ্ছার ওপর।'

হাসিনার সম্ভাব্য তৃতীয় দেশে পুনর্বাসন সম্পর্কে উপদেষ্টা জানান, তিনি এ ধরনের দাবি শুধু গণমাধ্যমেই দেখেছেন।

'আমি কূটনৈতিক মাধ্যমে কোনো তথ্য পাইনি,' বলেন তিনি।

গত বছরের ৫ আগস্ট সরকার পতনের পর ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এরপর মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডের সাজা পান ক্ষমতাচ্যুত সাবেক এ প্রধানমন্ত্রী।

শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনতে গত মাসে দ্বিতীয়বারের মতো বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে নয়াদিল্লিকে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠায় ঢাকা।

ওই সময় তৌহিদ বলেছিলেন, 'ভারতের কাছ থেকে কোনো উত্তর পাওয়ার সম্ভাবনাকে বাংলাদেশ উড়িয়ে দিচ্ছে না।'