কুষ্টিয়ায় বাল্কহেডের ধাক্কায় ট্রলার থেকে পড়ে শ্রমিক দল নেতা নিখোঁজ

By নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া
17 November 2025, 11:46 AM

কুষ্টিয়ার হরিপুর-সংলগ্ন পদ্মা নদীতে বাল্কহেডের ধাক্কায় ট্রলার থেকে পড়ে শ্রমিক দল নেতা আবেদুর রহমান আন্নু নিখোঁজ রয়েছেন।

গতকাল রোববার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। আবেদুর রহমান সদর উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক। তাকে উদ্ধারে আজ সোমবার অভিযান শুরু করে খুলনা থেকে আসা ডুবুরি দল ও কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সদস্যরা।

লক্ষ্মীকুন্ডা নৌপুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, আবেদুর রহমান
নিখোঁজ হওয়ার ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ বা জিডি (সাধারণ ডায়েরি) করা হয়নি। আজ খুলনা থেকে ডুবুরি দল এসে উদ্ধার অভিযান শুরু করেছে।

কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. আরদেশ আলী দ্য ডেইলি স্টারকে বলেন, উদ্ধার অভিযান শুরু হয়েছে। আমি বর্তমানে ঘটনাস্থলেই আছি। আশা করছি, দ্রুতই একটা রেজাল্ট দিতে পারব।

আবেদুর রহমানের ট্রলারের মাঝি আলী মণ্ডল বর্তমানে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

তিনি ডেইলি স্টারকে বলেন, 'আবেদুর রহমানসহ কয়েকজন কুষ্টিয়ার হাটশ হরিপুর ইউনিয়ন-সংলগ্ন পদ্মা নদীতে ড্রেজার বসিয়ে বালু তুলছেন। গত এক সপ্তাহ ধরে তারা সেখানে টাকা তুলতে যান। রোববার আবেদুর রহমান ও আমি ট্রলারে করে যাওয়ার সময় একটি বাল্কহেড এসে ধাক্কা দিলে আমরা পড়ে যাই। এরপর একটি মাছ ধরার ছোট নৌকা আমাকে উদ্ধার করে। আবেদুরের কী হয়েছে, তা আমি জানি না।'   

হাসপাতালের আবাসিক চিকিৎসক হোসেন ইমাম বলেন, 'নৌ দুর্ঘটনায় আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন। তার শরীরে ভোঁতা কিছুর আঘাতের চিহ্ন রয়েছে। রোগীর ভাষ্য, নৌকা থেকে পড়ে যাওয়ার সময় তিনি আঘাত পেয়েছেন। তবে তিনি সম্পূর্ণ আশঙ্কামুক্ত।'

আবেদুর রহমানের শ্যালক জাহাঙ্গীর বলেন, আমি ঢাকায় থেকে খবর শুনে এসেছি। কীভাবে দুর্ঘটনা ঘটলো, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানতে পারিনি।

এ বিষয়ে জানতে চাইলে কুষ্টিয়া বিএনপির সদস্যসচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার ডেইলি স্টারকে বলেন, 'আবেদুর রহমানে সেখানে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন এটুকুই শুনেছি। কিন্তু সেখানে কেন গেছেন, সে বিষয়ে বিস্তারিত জানা নাই। এখন আগে তাকে উদ্ধার করাটা বেশি জরুরি।'