অগ্রণী ব্যাংকে শেখ হাসিনার দুই লকারে ৮৩২ ভরি সোনার গয়না

By স্টার অনলাইন রিপোর্ট
25 November 2025, 20:14 PM
UPDATED 26 November 2025, 18:55 PM

মতিঝিলে অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে নিবন্ধিত দুটি লকার থেকে ৮৩২ দশমিক ৫১ ভরি স্বর্ণালঙ্কার উদ্ধার করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)।

সিআইসি কর্মকর্তারা জানান, বাংলাদেশ ব্যাংকের নিয়ম মেনে গত সোমবার ৭৫১ ও ৭৫৩ নম্বরের লকার দুটি খোলা হয়। সিআইসি কর্মকর্তা ও অন্যান্য সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিদের সমন্বয়ে একটি যৌথ দল লকারগুলো খোলেন।

সিআইসির একজন সিনিয়র কর্মকর্তা ডেইলি স্টারকে বলেন, 'বিভিন্ন দেশ ও প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত রাষ্ট্রীয় পুরষ্কার এবং উপহারের সঙ্গে প্রায় ৮৩২ ভরি সোনার অলঙ্কার পাওয়া গেছে। রাষ্ট্রীয় কোষাগারে জমা করা উচিত ছিল এমন উপহারগুলোও লকারে পাওয়া গেছে।'

দুর্নীতি দমন কমিশন (দুদক) শিগগির এ বিষয়ে ব্রিফিং করবে বলে আশা করা হচ্ছে।

ওইদিনই পূবালী ব্যাংকে হাসিনার নামে নিবন্ধিত আরেকটি লকার খোলা হয়। কিন্তু কর্মকর্তারা জানান, সেখানে কোনো সম্পদ পাওয়া যায়নি।