নেই খাওয়াজা, ফিরলেন কামিন্স ও লায়ন

By স্পোর্টস ডেস্ক
16 December 2025, 04:20 AM
UPDATED 16 December 2025, 10:32 AM

ফিট হওয়া সত্ত্বেও ওপেনার উসমান খাওয়াজাকে অ্যাডিলেড টেস্টের জন্য বিবেচনা করা হলো না। অনুমিতভাবেই চোট কাটিয়ে ফিরলেন অস্ট্রেলিয়ার নিয়মিত অধিনায়ক ও পেসার প্যাট কামিন্স। তার পাশাপাশি অভিজ্ঞ স্পিনার ন্যাথান লায়নকে একাদশে ফেরানো হলো।

আগামীকাল বুধবার অ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্টে চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের মুখোমুখি হবে স্বাগতিকরা। খেলা মাঠে গড়াবে বাংলাদেশ সময় ভোর সাড়ে পাঁচটায়। সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে থাকায় অজিদের সামনে রয়েছে অ্যাডিলেড ওভালে জিতে ট্রফি নিজেদের দখলে রাখার হাতছানি।

৩৮ বছর বয়সী খাওয়াজা পিঠে ব্যথার কারণে পার্থে প্রথম টেস্টে ওপেনিংয়ে নামতে পারেননি। আর চোটে পড়ায় ব্রিসবেনে দ্বিতীয় টেস্ট থেকেই ছিটকে যান তিনি। সুস্থ হয়ে উঠলেও নির্বাচকরা ওপেনিংয়ে ট্রাভিস হেড ও জেক ওয়েদেরাল্ডকে ধরে রাখার সিদ্ধান্ত নিয়েছেন। ফলে খাওয়াজার আন্তর্জাতিক ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে সংশয় তৈরি হয়েছে।

কামিন্স অবশ্য জোর দিয়ে বলেছেন, তার সতীর্থের ফিরে আসার পথ খোলা, 'খাওয়াজার সবচেয়ে বড় শক্তি হলো সে টপ অর্ডারে রান করে। সে মিডল অর্ডারেও রান করেছে। আমরা যদি মনে করতাম, সে চোট থেকে সেরে উঠেই ভালো খেলার যোগ্য না, তাহলে তাকে স্কোয়াডেই রাখা হতো না। তাই প্রয়োজন হলে অবশ্যই কোনো না কোনো সময়ে তার একাদশে ফিরে আসার সুযোগ দেখতে পাচ্ছি আমি।'

পিঠের চোটের কারণে প্রথম দুটি টেস্টে খেলতে না পারা অধিনায়ক কামিন্স প্রত্যাশিতভাবেই ফিরেছেন। তিনি দুর্দান্ত ফর্মে থাকা মিচেল স্টার্ক ও স্কট বোল্যান্ডের সঙ্গে অস্ট্রেলিয়ার পেস আক্রমণের নেতৃত্ব দেবেন।

অ্যাডিলেডের পিচে স্পিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে। তাই ব্রিসবেনে অজিরা শুধু পেসারদের নিয়ে বোলিং বিভাগ সাজানোয় বাদ পড়া লায়নও একাদশে ফিরেছেন। দুটি পরিবর্তন আসায় ব্রেন্ডন ডগেট ও মাইকেল নেসারকে জায়গা ছেড়ে দিতে হয়েছে।

অ্যাডিলেড টেস্টের জন্য অস্ট্রেলিয়ার একাদশ: জেক ওয়েদেরাল্ড, ট্রাভিস হেড, মার্নাস লাবুশেন, স্টিভ স্মিথ, ক্যামেরন গ্রিন, জশ ইংলিস, অ্যালেক্স ক্যারি, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, ন্যাথান লায়ন ও স্কট বোল্যান্ড।