ডি ককের ঝড়ে ভারতের বড় হার, সিরিজে ফিরল দ. আফ্রিকা

By স্পোর্টস ডেস্ক
12 December 2025, 05:06 AM

ওপেনার কুইন্টন ডি ককের বিধ্বংসী ব্যাটিংয়ে ভর করে ভারতের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ৫১ রানের দাপুটে জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। ফলে পাঁচ ম্যাচ সিরিজে ১-১ সমতায় ফিরল প্রোটিয়ারা। চণ্ডীগড়ের উপকণ্ঠে বৃহস্পতিবারের এই ম্যাচে ডি কক খেলেন মাত্র ৪৬ বলে দুর্দান্ত ৯০ রানের ইনিংস, যেখানে ছিল পাঁচটি চার ও সাতটি ছক্কা।

প্রথমে ব্যাটিংয়ে নেমে দক্ষিণ আফ্রিকা ৪ উইকেটে ২১৩ রান করে। জবাবে ভারত ১৯.১ ওভারে গুটিয়ে যায় ১৬২ রানে। ভারতের হয়ে তিলক ভার্মা লড়াই চালিয়ে যান ৩৪ বলে ৬২ রানে, কিন্তু দলকে বাঁচানোর মতো যথেষ্ট ছিল না তা।

ডি ককের ইনিংস শুরু থেকেই আগ্রাসী ছিল। দুই ওভারের মধ্যেই আর্শদীপ সিংকে দুবার ছক্কা হাঁকিয়ে টোন সেট করেন তিনি। অধিনায়ক আইডেন মার্করামের সঙ্গে তার ৮৩ রানের জুটি দক্ষিণ আফ্রিকার বড় সংগ্রহের ভিত্তি গড়ে দেয়। মার্করাম করেন ২৯।

ডি কক তার ১৭তম টি২০ হাফসেঞ্চুরি তুলে নেন হার্দিক পান্ডিয়ার বলে চার মেরে। তবে সেঞ্চুরি হাতছাড়া হয় রান আউট হয়ে, উইকেটরক্ষক জিতেশ শর্মার সরাসরি থ্রোয়ে আউট হন তিনি।

ডেভাল্ড ব্রেভিসকে ১৪ রানে থামান আকসার প্যাটেল। এরপর ডেভিড মিলার আগ্রাসী ব্যাটিংয়ে বুমরাহর এক ওভার থেকে চারটি বাউন্ডারি নিয়ে দ্রুত ২০* রান করেন। ডোনোভান ফেরেইরা শেষ ওভারে বুমরাহকে দুটি ছক্কা মেরে ৩০* রানে দলকে বড় সংগ্রহ এনে দেন।

২১৪ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম বলেই শূন্য রানে বিদায় নেন শুভমন গিল, লুঙ্গি নগিডির বলে ক্যাচ দেন তিনি। এরপর মার্কো ইয়ানসেন আঘাত হানেন দু'বার। আভিষেক শর্মাকে (১৭) ক্যাচ করান এবং অধিনায়ক সূর্যকুমার যাদবকে মাত্র ৫ রানে ফিরিয়ে দেন তিনি। ভারতের রান যখন ৮ ওভারেই ৬৭/৪, তখনই ম্যাচ অনেকটা হাত ছাড়া হয়ে যায়।

বাজিমাত করেন মিডিয়াম পেসার অটনিল বার্টম্যান। তার দুর্দান্ত বোলিং ফিগার ৪/২৪ ভারতকে বিপর্যস্ত করে তোলে। আকসার ২১ রানে ফেরেন হেনড্রিকসের লো-ক্যাচে।

ভার্মা যদিও লড়াই চালিয়ে যান, সাহায্য পান হার্দিক পান্ডিয়া (২০) এবং পরে শর্মার (২৭) কাছ থেকে। কিন্তু নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকায় ভারত আর প্রতিরোধ গড়তে পারেনি।

শেষ পর্যন্ত লুথো সিপামলা পান্ডিয়া ও শর্মাকে ফিরিয়ে ভারতের সম্ভাবনা শেষ করে দেন। ভারতের শেষ উইকেট হিসেবে ভার্মা আউট হন নগিডির বলে।

রোববার হিমালয়ের কোলে ধর্মশালায় সিরিজের তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে।