বিপিএলের নিলামের আগে কে কোন দলে

By ক্রীড়া প্রতিবেদক
28 November 2025, 12:58 PM
UPDATED 28 November 2025, 19:53 PM

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টির দ্বাদশ সংস্করণ মাঠে গড়াতে আর এক মাসও বাকি নেই। অংশ নিতে যাওয়া ছয়টি ফ্র্যাঞ্চাইজি তাই তাদের স্কোয়াড গোছানোর কাজ শুরু করে দিয়েছে। পাশাপাশি কোচিং স্টাফদেরও চূড়ান্ত করতে আরম্ভ করেছে তারা।

আগের আসরগুলোতে সাধারণত টুর্নামেন্টের কয়েক মাস আগে থেকেই প্রস্তুতি শুরু করত ফ্র্যাঞ্চাইজিগুলো। তবে এই বছরের পরিস্থিতি ভিন্ন। গত মাসে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ব্যস্ত ছিল কার্যনির্বাহী কমিটির নির্বাচন নিয়ে। নির্বাচনের পর তারা ফ্র্যাঞ্চাইজিদের জন্য এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট (ইওআই) প্রকাশ করে। ফলে স্রেফ গত সপ্তাহেই ছয়টি অংশগ্রহণকারী দল নিশ্চিত হয়েছে।

এদের মধ্যে কেবল দুটি অংশ নিয়েছিল বিপিএলের সবশেষ আসরে। তারা হলো ঢাকা ক্যাপিটালস ও রংপুর রাইডার্স। চারটি নতুন দল চট্টগ্রাম রয়্যালস, নোয়াখালী এক্সপ্রেস, সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্স। তারা আগামী ২৬ ডিসেম্বর শুরু হতে যাওয়া দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে নিজেদের অভিষেকের জন্য প্রস্তুত।

এর আগে রাজধানীর একটি হোটেলে আগামী রোববার অনুষ্ঠিত হবে খেলোয়াড় নিলাম। সেখানে দলগুলো তাদের স্কোয়াড সম্পূর্ণ করবে। তবে নিলামের আগেই ফ্র্যাঞ্চাইজিরা দেশি ও বিদেশি ক্রিকেটারদের সঙ্গে সরাসরি চুক্তির মাধ্যমে স্কোয়াড গঠনের কাজ শুরু করে দিয়েছে।

এখন পর্যন্ত প্রতিটি দলের নিশ্চিত হওয়া খেলোয়াড় ও কোচিং স্টাফদের তালিকা নিচে দেওয়া হলো:

ঢাকা ক্যাপিটালস

সরাসরি চুক্তিবদ্ধ স্থানীয় খেলোয়াড়: তাসকিন আহমেদ, সাইফ হাসান
সরাসরি চুক্তিবদ্ধ বিদেশি খেলোয়াড়: অ্যালেক্স হেলস (ইংল্যান্ড), উসমান খান (পাকিস্তান)
কোচিং স্টাফ: টবি র‍্যাডফোর্ড (প্রধান কোচ), শোয়েব আখতার (মেন্টর)

রংপুর রাইডার্স

সরাসরি চুক্তিবদ্ধ স্থানীয় খেলোয়াড়: মোস্তাফিজুর রহমান, নুরুল হাসান সোহান

চট্টগ্রাম রয়্যালস

সরাসরি চুক্তিবদ্ধ স্থানীয় খেলোয়াড়: শেখ মেহেদী হাসান, তানভীর ইসলাম
সরাসরি চুক্তিবদ্ধ বিদেশি খেলোয়াড়: আবরার আহমেদ (পাকিস্তান)
কোচিং স্টাফ: হাবিবুল বাশার সুমন (মেন্টর ও টিম ম্যানেজার)

নোয়াখালী এক্সপ্রেস

সরাসরি চুক্তিবদ্ধ স্থানীয় খেলোয়াড়: সৌম্য সরকার, হাসান মাহমুদ
সরাসরি চুক্তিবদ্ধ বিদেশি খেলোয়াড়: কুসল মেন্ডিস (শ্রীলঙ্কা), জনসন চার্লস (ওয়েস্ট ইন্ডিজ)
কোচিং স্টাফ: খালেদ মাহমুদ সুজন (প্রধান কোচ)

সিলেট টাইটান্স

সরাসরি চুক্তিবদ্ধ স্থানীয় খেলোয়াড়: মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ
সরাসরি চুক্তিবদ্ধ বিদেশি খেলোয়াড়: মোহাম্মদ আমির (পাকিস্তান), সাইম আইয়ুব (পাকিস্তান)
কোচিং স্টাফ: সোহেল ইসলাম (প্রধান কোচ), মাহবুব ইমন (সিনিয়র সহকারী কোচ), ইমরুল কয়েস (ব্যাটিং কোচ), সৈয়দ রাসেল (পেস বোলিং কোচ), এনামুল হক জুনিয়র (স্পিন বোলিং কোচ), রুমি রেজওয়ান (টিম ম্যানেজার), নাসির আহমেদ নাসু (পারফরম্যান্স অ্যানালিস্ট), বায়েজিদুল ইসলাম (ফিজিও)

রাজশাহী ওয়ারিয়র্স

সরাসরি চুক্তিবদ্ধ স্থানীয় খেলোয়াড়: তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত
কোচিং স্টাফ: হান্নান সরকার (প্রধান কোচ), রাজিন সালেহ (সহকারী কোচ), তারেক আজিজ খান (বোলিং কোচ), হাসানুজ্জামান ঝরু (টিম ম্যানেজার)।