চবিতে গোলাম আযম ও উপ-উপাচার্যের প্রতিকৃতিতে কালি

By নিজস্ব সংবাদদাতা, চবি
16 December 2025, 09:05 AM
UPDATED 16 December 2025, 15:35 PM

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) যুদ্ধাপরাধের দায়ে সাজাপ্রাপ্ত গোলাম আযম ও উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক শামীম উদ্দিন খানের আঁকা প্রতিকৃতিতে কালো কালি লেপে দেওয়া হয়েছে। শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে উপ-উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলনের অংশ হিসেবে এসব প্রতিকৃতি আঁকা হয়েছিল।

গতকাল সোমবার দুপুরে উপ-উপাচার্যের পদত্যাগের দাবিতে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা এবং ভবনের সামনের রাস্তায় যুদ্ধাপরাধী গোলাম আযম ও উপ-উপাচার্যের প্রতিকৃতি আঁকেন। 'সর্বদলীয় ছাত্র ঐক্য' ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেন জাতীয়তাবাদী ছাত্রদল ও গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতাকর্মীরা।

তবে আজ মঙ্গলবার সকালে ওই প্রতিকৃতিগুলো কালো কালিতে লেপে দেওয়া অবস্থায় দেখা যায়।

প্রতিকৃতি আঁকার সঙ্গে যুক্ত এক শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে বলেন, শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে উপ-উপাচার্যের কটূক্তি এবং তার পদত্যাগের দাবিতে প্রতীকী প্রতিবাদ হিসেবে এসব ছবি আঁকা হয়েছিল।

চবি ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান বলেন, যারা মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে না এবং রাজাকারদের পক্ষাবলম্বন করে, তারাই যুদ্ধাপরাধীর প্রতিকৃতি মুছে ফেলার সঙ্গে জড়িত।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক শহীদ  সরওয়ার্দী বলেন, প্রতিকৃতিগুলোতে কারা কালি লেপে দিয়েছে, সে বিষয়ে তিনি কিছু জানেন না।

উল্লেখ্য, রোববার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় শামীম উদ্দিন খান বলেন, 'যে সময় আমি (পাকিস্তানি হানাদার বাহিনী) দেশ থেকে পালানোর জন্য চেষ্টা করছি, আমি জীবিত থাকব না মৃত থাকব, সে বিষয়ে কোনো ফয়সালা হয়নি; সে সময় পাকিস্তানি যোদ্ধারা বাংলাদেশের বুদ্ধিজীবীদের হত্যা করবে, এটি আমি মনে করি রীতিমতো অবান্তর।'