সহিংসতার পুরনো সংস্কৃতিতে জামায়াত ‘নতুন খেলোয়াড়’ হতে চায়: এনসিপি

By স্টার অনলাইন রিপোর্ট
8 December 2025, 15:53 PM

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পক্ষ থেকে বলা হয়েছে, বাংলাদেশে পুরনো সহিংস ও আধিপত্যবাদী রাজনীতির পথে 'নতুন খেলোয়াড়' হিসেবে আবির্ভূত হওয়ার চেষ্টা করছে জামায়াতে ইসলামী।

একে 'যা দেশের জন্য অশুভ সংকেত' বলেও উল্লেখ করা হয়েছে।

৭ ডিসেম্বর এনসিপি নেতা আখতার হোসেনের উদ্দেশে জামায়াতের মন্তব্যের প্রতিক্রিয়ায় দলটির মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীনের স্বাক্ষরিত বিবৃতিতে আজ সোমবার এমন মন্তব্য করা হয়।

গত শনিবার বিশ্বসাহিত্য কেন্দ্রে এক অনুষ্ঠানে আখতার বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর বিএনপি ও জামায়াত নতুন ধরনের রাজনীতি গ্রহণ করবে, এমনটাই প্রত্যাশা ছিল তাদের।

তিনি বলেন, তবুও বিএনপি ও জামায়াত যেন প্রতিযোগিতায় নেমেছে—কে বেশি অস্ত্রনির্ভর তা দেখানোর জন্য। এটি আমাদের কল্পিত বাংলাদেশ নয়।

পরের দিন জামায়াত আখতারের বক্তব্যকে 'অসত্য ও উদ্দেশ্যমূলক' আখ্যা দিয়ে নিন্দা জানায়। একই সঙ্গে ওই বক্তব্য প্রত্যাহারের দাবিও জানায়।

আজকের বিবৃতিতে এনসিপি আখতারের বক্তব্য সমর্থন করে জানায়, তার মন্তব্য 'সম্পূর্ণ তথ্যসম্মত ও দায়িত্বশীল'।

একইসঙ্গে জামায়াতের বিবৃতিকে 'বাস্তবতাবিবর্জিত, রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত এবং জনমত বিভ্রান্ত করার স্পষ্ট অপচেষ্টা' হিসেবে আখ্যায়িত করা হয়েছে।

এনসিপি পাবনার ঈশ্বরদীতে সাম্প্রতিক সহিংসতার ঘটনা উল্লেখ করে বিবৃতিতে বলেছে, তুষার মণ্ডল একজন জামায়াত কর্মী এবং জেলা ডিবি নিশ্চিত করেছে যে তিনি অস্ত্রসহ গ্রেপ্তার হয়েছেন।

বিবৃতিতে আরও বলা হয়, 'এমন স্পষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও বাস্তবতা অস্বীকার করা সত্য গোপন ও দায় এড়ানোর নিন্দনীয় অপচেষ্টা ছাড়া অন্য কিছু নয়।'

এনসিপি আরও অভিযোগ করেছে, 'জামায়াতে ইসলামী ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে বিভাজন, ঘৃণা ও সহিংসতার রাজনীতি উস্কে দিচ্ছে।'