এনসিপি ও বৈষম্যবিরোধী নেতাদের নিরাপত্তা দিতে ওসিদের নির্দেশ সিএমপি কমিশনারের
চট্টগ্রামে এনসিপির প্রার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বাড়তি নিরাপত্তার নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসিব আজিজ। ঢাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনার প্ররিপ্রেক্ষিতে হামলার আশঙ্কায় এ নির্দেশ দেন তিনি।
নগর পুলিশের ১৬ থানার ওসিদের একত্রে কাজ করার আদেশ দিয়ে রোববার এক বেতারবার্তায় সিএমপির সব সদস্যকে এ বিষয়ে সজাগ থাকার নির্দেশ দেন তিনি।
তবে সুনির্দিষ্টভাবে হামলার আশঙ্কা আছে কিনা জানতে চাইলে সিএমপি কমিশনার দ্য ডেইলি স্টারকে বলেন, 'সুনির্দিষ্ট কোনো থ্রেট নেই, তবে ঢাকার ঘটনায় বাড়তি সতর্কতা হিসেবে পুলিশ নিরাপত্তা দেবে।'
অন্যদিকে হাদিকে গুলির ঘটনায় চট্টগ্রামে চলাচল 'সীমিত' করার কথা জানিয়েছেন এনসিপির এক প্রার্থী এবং জাতীয় যুবশক্তির এক নেতা। তাদের ওপরও হামলা হতে পারে বলে আশঙ্কা করছেন তারা।
কমিশনার বেতারবার্তায় বলেন, 'এনসিপি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতা আছেন, তাদের চলাচল এবং তারা যেখানে থাকে, অফিসে যায় বা বিভিন্ন দলীয় কার্যালয়ে যায় বা নির্বাচনের পথসভা করে সেখানে যেন তাদের নিরাপত্তার ব্যবস্থা করা হয়। তারা যেখানে তাদের সঙ্গে সংশ্লিষ্ট থানার ওসিরা কথা বলবেন। কথা বলে তাদের নিরাপত্তার সম্পূর্ণ ব্যবস্থা করবে।'
'ফ্যাসিস্টের লোকজন যেন কোনো রকমভাবে, কোনো দলীয় বা রাজনেতিক তৎপরতা চালাতে না পারে। ১৬-১৭ তারিখের মধ্যে ঝটিকা মিছিল করা, এটা করা ওটা করা, লিফলেট বিতরণ কিংবা কোনোরকম তৎপরতা নাশকতা যে কোনো মূল্যে প্রতিহিত করতে হবে,' বেতার বার্তায় বলেন তিনি।
নিরাপত্তার বিষয়টি জানতে চাইলে কমিশনার হাসিব আজিজ দ্য ডেইলি স্টারকে বলেন, 'কোন স্পেসিফিক ইনফরমেশন ওপর ভিত্তি করে এটা দেওয়া হয়নি, এটা ঢাকায় ওসমান হাদির ওপর যে ঘটনাটা ঘটলো তার জন্য। এছাড়া আওয়ামী লীগের দুইজন নেতা, কুচক্রি মহল, তাদের যে অডিও কথোপকথন ফাঁস হয়েছে, তার মধ্যে বলা হয়েছে এরকম কথাবার্তা (হামলার ইঙ্গিত)।'
'সেজন্য আমার কাছে মনে হলো যে, এদের নিরাপত্তা বিধান করাটা আমাদের জন্য জরুরি,' বলেন কমিশনার।
'তাদের বিষয়ে থানাকে ইনফর্ম রাখা, যেন জরুরি মুহূর্তে থানা রেসপন্ড করতে পারে। আমার যে মোবাইল পার্টিগুলো আছে, পেট্রোলপার্টি আছে, ইগল ফোর্সগুলো আছে—তারা যেন জরুরি মুহূর্তে রেসপন্ড করতে পারে। পুলিশের সঙ্গে একটা সার্বক্ষণিক কমিউনিকেশন বা কোঅর্ডিনেশন থাকা এটাও তো সিকিউরিটির অংশ,' বলেন তিনি।
নিরাপত্তার বিষয়ে জাতীয় যুব শক্তির যুগ্ন সদস্য সচিব নীলা আফরোজা দ্য ডেইলি স্টারকে বলেন, 'রোববার এক ছোট ভাই সাবধানে থাকতে বললেন। হুমকিতো আমরা সেই গত একবছর ধরেই পাচ্ছি, শুরুতে আমরা এটি সিরিয়াসলি নেইনি। হাদি ভাইয়ের ঘটনার পর এখন একটু চিন্তা হয় আরকি। পরিবার থেকেও নানান চাপে থাকতে হচ্ছে।'
এনসিপির চট্টগ্রাম-৮ প্রার্থী, কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক ও চট্টগ্রাম অঞ্চল তত্ত্বাবধায়ক জোবাইরুল হাসান আরিফ দ্য ডেইলি স্টারকে বলেন, 'হামলার আশঙ্কায় আমরা চলাচল সীমিত করে ফেলেছি। পুলিশ থেকে আমাকে ফোন করে ঠিকানা ও কিছু তথ্য নিয়েছেন হয়তো প্রোফাইলিংয়ের জন্য। তবে আমরা নির্বাচনী প্রচারণা চালাচ্ছি।'
