১২ ফেব্রুয়ারি বাংলাদেশ একটি সুন্দর নির্বাচন দেখতে যাচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী
আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশ একটি সুন্দর নির্বাচন দেখতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন নির্বাচনের তফসিল ঘোষণার পর নাসীরুদ্দীন পাটওয়ারী এ প্রতিক্রিয়া জানান।
তিনি বলেন, 'একটি সুন্দর জাতীয় নির্বাচন হতে যাচ্ছে। সরকার ও নির্বাচন কমিশনকে ধন্যবাদ। ইলেকশনের তফসিল ঘোষণা হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশ একটি সুন্দর নির্বাচন দেখতে যাচ্ছে।'
এনসিপির এই নেতা বলেন, 'সরকার ও নির্বাচন কমিশনের নির্বাচন নিয়ে সদিচ্ছা রয়েছে। কিন্তু নিরপেক্ষতা ও সক্ষমতার অভাব রয়েছে। এই ইলেকশনে সুষ্ঠু নির্বাচনের জন্য পেশি শক্তি, টাকার প্রভাব, গডফাদারের সংস্কৃতি বন্ধ করতে পারার বিষয়ে নির্বাচন কমিশনের ওপর আমাদের যথেষ্ট সন্দেহ রয়েছে।'
'নির্বাচন কমিশন দলীয় পদের বাইরে গিয়ে কতটুকু নিরপেক্ষ হতে পারবে, সে বিষয়ে আমাদের সন্দেহের জায়গা রয়েছে। বর্তমানে লটারির মাধ্যমে এসপি-ডিসি নিয়োগ করা হচ্ছে। কিন্তু এটা জাতির সামনে সুস্পষ্ট করা হয়নি। কাদের নিয়োগ করা হচ্ছে এটা অস্বচ্ছ প্রক্রিয়ায় করা হচ্ছে,' যোগ করেন তিনি।
নাসীরউদ্দীন বলেন, 'সরকার গণভোটের যে প্রশ্নবোধক চিহ্নগুলো রেখেছিল, সে বিষয়ে আমরা সুস্পষ্ট ব্যাখ্যা চেয়েছিলাম। আমরা এ পর্যন্ত কোনো সুস্পষ্ট ব্যাখ্যা পাইনি। নির্বাচনে আমরা যাচ্ছি। দেশবাসীকে বলব, ভোটকেন্দ্র জনগণের হোক। ভোটকেন্দ্র কোনো দলীয় গুন্ডাবাহিনী, সন্ত্রাসী, চাঁদাবাজ দখল না করুক। জনগণের ভোটকেন্দ্র জনগণই পাহারা দিক।'
তিনি আরও বলেন, 'আমরা বলেছি বর্তমান নির্বাচন কমিশন পুনর্গঠনের কথা। কিন্তু তাদের অধীনে নির্বাচন আয়োজন করতে হচ্ছে। তারা অনেক উদ্যোগ নিয়েছে প্রবাসী ভোটাধিকারের বিষয়ে। আমরা সেগুলোকে স্বাগত জানাচ্ছি। কিন্তু তাদের কর্ম দেখাতে হবে।'
'যে নিয়মনীতি দেওয়া হয়েছে, আমাদের প্রার্থীরা এর মধ্যেই থাকবে। অন্যান্য প্রার্থী এই বিষয়টি যদি নিশ্চিত করতে না পারে, তাহলে বৈষম্যমূলক একটি অবস্থানে নির্বাচন কমিশন যাবে। আমরা আশা করব নির্বাচন কমিশন যে নিয়ম বেঁধে দিয়েছে, সে বিষয়ে সব দল একসঙ্গে সুন্দর করে ভালো, সুস্থ, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচনে যেতে পারবে,' বলেন তিনি।

