এনসিপির নেতৃত্বে ‘গণতান্ত্রিক সংস্কার জোট’, আত্মপ্রকাশ করতে পারে কাল

By স্টার অনলাইন রিপোর্ট
26 November 2025, 16:16 PM

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমার বাংলাদেশ (এবি) পার্টি, ইউনাইটেড পিপলস (আপ) বাংলাদেশ ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ে আত্মপ্রকাশ করতে করতে যাচ্ছে 'গণতান্ত্রিক সংস্কার জোট'।

আজ বুধবার সন্ধ্যায় এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'এনসিপিসহ ২ দল ও ২ রাজনৈতিক প্ল্যাটফর্ম একত্রিত হয়ে নতুন জোটটি আগামীকাল আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করতে পারে।'

তিনি আরও বলেন, 'জেএসডি-রব এবং গণঅধিকার পরিষদের নেতারাও জোটে যোগদানের জন্য আলোচনা করছেন।'

সারজিস বলেন, 'এটি নির্বাচনী জোট এবং একইসঙ্গে রাজনৈতিক জোট। আমাদের কার্যনির্বাহী সভা এখনো চলছে।'

যোগাযোগ করা হলে আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদও নতুন জোটের নাম নিশ্চিত করেছেন। তিনি ডেইলি স্টারকে বলেন, 'জোটের আলাপে এখন পর্যন্ত আমরা চারটা দল একটা জায়গায় পৌঁছেছি। "গণতান্ত্রিক সংস্কার জোট" নাম নিয়েও আমরা একমত হয়েছি।'

দলগুলোর নেতৃবৃন্দ জানান, নতুন জোট গঠন নিয়ে দলগুলোর মধ্যে আলোচনা প্রায় চূড়ান্ত। আগামীকাল আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানানো হতে পারে।

নির্বাচনকে সামনে রেখে জোট গঠন নিয়ে গত ৯ নভেম্বর বাংলামোটরে কেন্দ্রীয় কার্যালয়ে দীর্ঘ বৈঠক করে এনসিপির জাতীয় কমিটি। ৬ ঘণ্টার ওই বৈঠকে এনসিপির বেশিরভাগ নেতাই বিনা জোটে নির্বাচনের পক্ষে ছিলেন। সেদিন এবি পার্টি ও গণ অধিকার পরিষদের মতো সমমনা দলগুলোকে নিয়ে তৃতীয় একটি ফ্রন্ট গঠনের বিষয়েও আলোচনা হয় এরপর থেকে নতুন জোট গঠনের বিষয়ে দলগুলোর সঙ্গে আলোচনা অব্যাহত রাখে এনসিপি।