‘শাপলা কলি’ পাচ্ছে এনসিপি, ইসির বিজ্ঞপ্তি

By স্টার অনলাইন রিপোর্ট
4 November 2025, 13:52 PM
UPDATED 4 November 2025, 20:53 PM

জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) 'শাপলা কলি' প্রতীক বরাদ্দ দিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ ছাড়া বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) ও বাংলাদেশ আমজনগণ পার্টিকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। 

আজ মঙ্গলবার সন্ধ্যায় ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদের সই করা তিনটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এনসিপিকে 'শাপলা কলি', বাংলাদেশ সমাজতান্ত্রিক দলকে (মার্কসবাদী) 'কাঁচি' এবং বাংলাদেশ আমজনগণ পার্টিকে 'হ্যান্ডশেক' প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। 

এতে আরও বলা হয়, এসব রাজনৈতিক দলের নিবন্ধনের বিষয়ে কারও কোনো আপত্তি থাকলে প্রয়োজনীয় দলিলাদিসহ কারণ উল্লেখ করে আগামী ১২ নভেম্বরের মধ্যে ইসির জ্যেষ্ঠ সচিবের কাছে লিখিতভাবে জানানোর অনুরোধ করা হলো।