২৭ জুলাই নয়াপল্টন বা সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি চেয়েছে বিএনপি

By স্টার অনলাইন রিপোর্ট
24 July 2023, 15:36 PM

আগামী ২৭ জুলাই নয়াপল্টন কিংবা সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করার অনুমতি চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে (ডিএমপি) চিঠি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

আজ সোমবার দলের পক্ষ থেকে ডিএমপি কমিশনারের কাছে এ সংক্রান্ত একটি চিঠি দিয়েছে বিএনপি।

ডিএমপির জনসংযোগ ও গণমাধ্যম বিভাগ বিএনপির সমাবেশের আবেদন পাওয়ার বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছে।

এর আগে গত ২২ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির 'দেশ বাঁচাতে তারুণ্যের সমাবেশ' থেকে ২৭ জুলাই দুপুরে মহাসমাবেশের ঘোষণা দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।