নয়াপল্টন থেকে কাল বিএনপির গণমিছিল

By স্টার অনলাইন রিপোর্ট
29 December 2022, 14:32 PM
UPDATED 29 December 2022, 20:41 PM

আগামীকাল শুক্রবার দুপুর ২টায় নয়াপল্টন থেকে বিএনপি গণমিছিল বের করবে বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন।

আজ বৃহস্পতিবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

এ জেড এম জাহিদ হোসেন বলেন, 'আমাদের দলের নেতাকর্মীরা নয়াপল্টন কার্যালয়ের সামনে জড়ো হবে এবং দুপুর ২টায় মিছিল বের করবে। গণমিছিলটি হবে শান্তিপূর্ণ।'

মিছিলটি বিজয়নগর, কাকরাইল, শান্তিনগর, মালিবাগ ও মগবাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নয়াপল্টনে গিয়ে শেষ হবে বলে জানান তিনি।

জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে গণতন্ত্র মঞ্চ, ফকিরারপুল পানির ট্যাংক এলাকা থেকে ১২ দলীয় জোট, পুরানা পল্টন ক্রসিং থেকে জাতীয়তাবাদী সমমনা জোট, এফডিসি ক্রসিং থেকে এলডিপি এবং বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেট থেকে জামায়াতে ইসলামী গণমিছিলে যোগ দেবে।