রিমান্ডে থাকা ১৪ সচিবালয় কর্মচারী সাময়িক বরখাস্ত

By স্টার অনলাইন রিপোর্ট
17 December 2025, 11:14 AM

সচিবালয়ে কর্মরত কর্মচারীদের জন্য বিশেষ ভাতার দাবিতে আন্দোলনের পরিপ্রেক্ষিতে গ্রেপ্তার হওয়া বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ১৪ জনকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।

সরকার বাদী হয়ে দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বর্তমানে তারা ৫ দিনের রিমান্ডে আছেন।

এরই মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মচারী বাদিউল কবীর, কামাল হোসেন, মো. আলিমুজ্জামানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে মন্ত্রণালয় সূত্র দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

বাদিউল কবীর বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা ও কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি।

আজ বুধবার দুপুরে নাম প্রকাশে অনিচ্ছুক জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বশীল এক কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে বলেন, 'স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ১৪ কর্মচারীর বিষয়ে প্রতিবেদন পাওয়ার পর তাদেরকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত হয়েছে।'

তিনি আরও বলেন, 'এরই মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৩ কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছি। অন্যান্য মন্ত্রণালয়ের যারা আছেন তাদের বিরুদ্ধেও একই ধরনের ব্যবস্থা নিতে চিঠি দেওয়া হয়েছে।'

গত ১০ ও ১১ ডিসেম্বর সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে কর্মরত কয়েকশ কর্মচারী তাদের বিশেষ ভাতার দাবিতে আন্দোলন করে। আন্দোলনের প্রথম দিন দুপুর থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত প্রায় ছয় ঘণ্টা অবরুদ্ধ ছিলেন অর্থ উপদেষ্টা।

এরপর দ্বিতীয় দিনও তাদের আন্দোলন চলমান রাখার পরিপ্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়।

রিমান্ডে থাকা অন্য কর্মচারীদের মধ্যে আছেন, বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা ও কর্মচারী সংযুক্ত পরিষদের সহসভাপতি শাহীন গোলাম রাব্বানী ও নজরুল ইসলাম এবং প্রচার সম্পাদক মিজানুর রহমান সুমন।

এছাড়া আছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা রোমান গাজী, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অফিস সহায়ক আবু বেলাল, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের ব্যক্তিগত কর্মকর্তা মো. তায়েফুল ইসলাম, অর্থ মন্ত্রণালয়ের অফিস সহায়ক বিপুল রানা বিপ্লব, স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা বিকাশ চন্দ্র রায়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মচারী ইসলামুল হক ও মো. মহসিন আলী ও মন্ত্রিপরিষদ বিভাগের অফিস সহায়ক নাসিরুল হক।