আসামি বাইরে, ভাড়ায় জেল খাটছেন আরেকজন
গাজীপুরে বন বিভাগের করা মামলার আসামি ছাত্তার মিয়া বাইরে ঘুরে বেড়াচ্ছেন। তার পরিবর্তে টাকার বিনিময়ে কারাগারে আছেন সাইফুল ইসলাম নামের এক ব্যক্তি।
আজ মঙ্গলবার রাতে কালিয়াকৈর ফুলবাড়িয়া রেঞ্জের কাচিঘাটা বিট কর্মকর্তা শরিফ খান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া রেঞ্জ এলাকা থেকে গত ৯ সেপ্টেম্বর সরকারি গাছ কাটার সময় কয়েকজনকে আটক করেন বন কর্মকর্তারা। তবে কয়েকজন পালিয়ে যান। এ ঘটনায় মামলা করে বন বিভাগ। মামলা করার তিন মাস পর গত ৭ ডিসেম্বর আদালতে হাজিরা দেন প্রধান আসামি ছাত্তার মিয়া। অভিযোগ আমলে নিয়ে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। তবে সাত্তারের কারাগারে থাকার কথা থাকলেও তিনি নিজ এলাকায় ঘুরে বেড়াচ্ছেন। তার পরিবর্তে জেল খাটছেন অন্যজন।
প্রকৃত আসামি সাত্তার মিয়া (৪৫) কালিয়াকৈর উপজেলার মোথাজুরী তালচালা গ্রামের আলফাজ উদ্দিনের ছেলে। তার পরিবর্তে কারাগারে থাকা সাইফুল ইসলাম (৩০) একই গ্রামের রহিম বাদশার ছেলে।
সাত্তার পরিচয়ে কারাগারে থাকা সাইফুলের বাবা রহিম বাদশা ডেইলি স্টারকে বলেন, ১৫ হাজার টাকার বিনিময়ে ছাত্তারের পরিবর্ত হাজিরা দিতে গিয়েছিল সাইফুল।
গাজীপুর জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ রফিকুল কাদের সাংবাদিকদের বলেন, আসামি এন্ট্রি করার সময় তিনি তার নাম সাত্তার বলেছিলেন, তাই সন্দেহ করিনি। পরে জানার পর বায়োমেট্রিক পরীক্ষা করে জানতে পারি, তিনি আসলে সাত্তার নন, সাইফুল ইসলাম। বিষয়টি আমরা আদালতে চিঠি দিয়ে অবগত করেছি।