মাকে নির্যাতন করায় ছেলেকে মাটিতে পুঁতে রাখল স্থানীয়রা
গাজীপুরের শ্রীপুরে মাকে নির্যাতন করায় ছেলেকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে রেখেছে স্থানীয়রা।
আজ শনিবার দুপুরের দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মায়ের কাছে টাকা চেয়ে না পেয়ে ইট দিয়ে মাকে আঘাত করে ছেলে খলিলুর রহমান (২৬)। পরে খলিলকে আটক করে গর্তে কোমর পর্যন্ত পুঁতে রাখে স্থানীয় জনতা।
নির্যাতনের ঘটনায় বাবা নুরুদ্দিন ছেলের বিরুদ্ধে শ্রীপুর থানায় মামলা করেছে।
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মুহাম্মদ আবুল বাশার দ্য ডেইলি স্টারকে মামলার তথ্য নিশ্চিত করেছেন।
খলিলকে গর্তে পুঁতে রাখার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে, পুলিশ সেখানে গিয়ে তাকে আটক করে।
খলিলের মা খোদেজা বেগম দ্য ডেইলি স্টারকে বলেন, 'কয়েকদিন আগে ঘর ভাড়ার আড়াই হাজার টাকা তুলে আমার কাছে জমা দেয় ছেলে। আজ সকালে ওই টাকা আমার কাছে চাইলে আমি দেইনি। পরে আবার টাকা চায়। আমি টাকা দিতে না চাইলে তর্কের এক পর্যায়ে ইট দিয়ে আমার পায়ে আঘাত করে।'
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একজন দ্য ডেইলি স্টারকে বলেন, 'ওই ঘটনায় ছেলেকে শাস্তি দিতে মা নিজেই এলাকার লোকজন জড়ো করেন। মা নিজে উপস্থিত থেকে ছেলেকে ভয় দেখাতে মাটিতে পুঁতে রাখার পরামর্শ দেন। এরপর স্থানীয় কয়েকজন মাটি খুঁড়ে তাকে ধরে কোমর পর্যন্ত পুঁতে রাখে।'
পুলিশের উপপরিদর্শক আবুল বাশার বলেন, 'ছেলেটা মাদকাসক্ত। মাকে মারধর করে। ছেলের যন্ত্রণায় পরিবার অতিষ্ঠ। আমরা তাকে আটক করেছি।'
কেন একজনকে মাটিতে পুঁতে রাখার মতো ঘটনা ঘটেছে, জানতে চাইলে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছির আহমদ ডেইলি স্টারকে বলেন, 'কাউকে মাটিতে পুঁতে রাখা আইনসম্মত নয়। বিষয়টি খোঁজ নিয়ে খতিয়ে দেখা হবে। আমি খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।'