কাজীপুরে ওয়াজ মাহফিলে জামায়াত–বিএনপির সংঘর্ষের অভিযোগ, আহত ১৫

By নিজস্ব সংবাদদাতা, জামালপুর
9 December 2025, 10:56 AM
UPDATED 9 December 2025, 18:04 PM

সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায় ওয়াজ মাহফিলে জামায়াত ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের অভিযোগ পাওয়া গেছে। এতে জামায়াতের প্রায় ১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেছে দলটি। তবে বিএনপি বলছে—এ ঘটনায় তাদের কোনো নেতাকর্মী জড়িত নন, স্থানীয় লোকজনই সংঘর্ষে জড়িয়েছেন।

গতকাল সোমবার রাত ১১টার দিকে উপজেলার সোনামুখী ইউনিয়নের স্থলবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. এনায়েতুর রহমান।

স্থানীয় সূত্র জানায়, ওয়াজ মাহফিলে অতিথি হিসেবে অংশ নেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও সিরাজগঞ্জ জেলা আমির শাহিনুর আলম। সেসময় মঞ্চে উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত প্রার্থী সেলিম রেজা। দুজনের উপস্থিতিতে তাদের অনুসারীরা হঠাৎ উত্তেজিত হয়ে পড়েন। তখন সেলিম রেজা লোকজনকে শান্ত করে মঞ্চ ত্যাগ করেন। পরে জামায়াতের প্রার্থী অনুষ্ঠানস্থল ত্যাগ করার সময় হামলার শিকার হন বলে জানা গেছে। 

কাজীপুর উপজেলা জামায়াতের আমির শাহিনুর ইসলাম ডেইলি স্টারকে বলেন, বিএনপি নেতাকর্মীরা পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে। এতে আমাদের প্রায় ১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন। এদের মধ্যে সোনামুখী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি নজরুল ইসলামসহ অন্তত চার-পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের সিরাজগঞ্জ সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে বিএনপি নেতা সেলিম রেজা ডেইলি স্টারকে বলেন, জামায়াতের প্রার্থী শক্তি প্রদর্শনের উদ্দেশ্যে পার্শ্ববর্তী উপজেলা থেকে জামায়াতের ক্যাডার বাহিনী ও কিছু আওয়ামী কর্মী নিয়ে স্লোগানরত অবস্থায় মাহফিলে উপস্থিত হন। স্থানীয়রা বিষয়টি ভালোভাবে নেননি। পরে তা সংঘর্ষে রূপ নেয়। 

হামলার সঙ্গে বিএনপির কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেন তিনি।

ওসি শাহ মো. এনায়েতুর রহমান বলেন, সংঘর্ষের ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।