সিরাজগঞ্জে সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় গ্রেপ্তার ৩

By নিজস্ব সংবাদদাতা, জামালপুর
28 November 2025, 12:10 PM

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় এক সাংবাদিককে লাঞ্ছিতের অভিযোগে করা মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে তাড়াশ উপজেলার দোবিলা গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান। 

গ্রেপ্তার তিনজন হলেন—তাড়াশ উপজেলার দোবিলা গ্রামের বাসিন্দা সাহেদ আলী এবং তার দুই ছেলে আরিফুল ও আশিক। 

মামলা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে উপজেলার মাগুরা বিনোদ ইউনিয়ন পরিষদ এলাকায় ভিডব্লিউবির ৩০ কেজি চাল উপকারভোগীদের কাছ থেকে কম দামে কিনছিল ব্যাপারী সাহেদ। সেসময় সাংবাদিক সিরাজুল ইসলাম সরকারি চাল ক্রয় করতে নিষেধ ও ভিডিও ধারণ করলে ক্ষিপ্ত হয়ে ওঠেন সাহেদ। একপর্যায়ে সাহেদের ছেলে আরিফ, আশিকসহ আরও কয়েকজনকে দেশীয় অস্ত্রসহ সিরাজুল ইসলামের ওপর হামলা করে। পরে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ অন্যরা সিরাজুল ইসলামকে উদ্ধার করে এবং স্থানীয় ক্লিনিকে তাকে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় ওই সাংবাদিক রাতে বাদী হয়ে থানায় মামলা করেন।

সিরাজুল ইসলাম শিশির দীপ্ত টেলিভিশন, খবরের কাগজ ও দ্য এশিয়ান এইজের সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।

ওসি জিয়াউর রহমান বলেন, সাংবাদিকের ওপর হামলার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।