পাটগ্রাম সীমান্তে গুলিতে নিহত যুবকের মরদেহ ফিরিয়ে দিলো বিএসএফ

By নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট
5 December 2025, 07:00 AM

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে গুলিতে নিহত বাংলাদেশি নাগরিক সবুজ মিয়ার মরদেহ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। 

বৃহস্পতিবার রাতে পতাকা বৈঠকের মাধ্যমের তার মরদেহ ফেরত দেয় তারা। 

রাত ১০টার দিকে উপজেলার শমসেরনগর সীমান্তের ব্রিটিশ রোড পয়েন্টে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিএসএফের মধ্যে কোম্পানী কমান্ডার পর্যায়ে এই পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। 

এতে বিজিবি টিমের নেতৃত্ব দন ৬১ বিজিবি তিস্তা ব্যাটালিয়নের শমসেরনগর কোম্পানী ক্যাম্পের কমান্ডার সুবেদার আবুল কাসেম ও বিএসএফের নেতৃত্ব দেন ১৫৬ বিএসএফ ব্যাটালিয়নের চেনাকাটা কোম্পানী কমান্ডার ইন্সপেক্টর আনারাম সিংহ। 

এসময় উভয় দেশের পুলিশ কর্মকর্তাও উপস্থিত ছিলেন।

বিজিবির কোম্পানী কমান্ডার আবুল কাসেম জানান, বিএসএফ সবুজ মিয়ার মরদেহ হস্তান্তর করার পর রাত ১২টার দিকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। 

তিনি বলেন, 'সীমান্তে গুলি করে মানুষ হত্যার ঘটনায় পতাকা বৈঠকে বিএসএফের কাছে কঠোর প্রতিবাদ জানানো হয়।'

নিহত সবুজ মিয়া (৩০) পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়নের পাঁচভান্ডার গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে।

নিহতের বড় ভাই আরিফ হাসান জানান, স্থানীয় কয়েকজন গরু পাচারকারীর কথায় বৃহস্পতিবার ভোরে তার ভাই ভারতে গিয়ে বিএসএফের গুলিতে মারা যান।

বিজিবি ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার ভোরে সবুজসহ ৮-১০ জন গরু আনতে ভারতে প্রবেশ করেন। এসময় পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার মাথাভাঙ্গা থানার চেনাকাটা বিএসএফ ক্যাম্পের টহলরত সদস্যরা কয়েক রাউন্ড গুলি ছোড়েন। এতে সবুজ মিয়া ঘটনাস্থলে মারা যান এবং অন্যরা পালিয়ে বাংলাদেশে চলে আসেন। পরে বিএসএফ সদস্যরা সবুজের মরদেহ নিয়ে যান।