লালমনিরহাটে মাটি খননের সময় মিলল রকেট লঞ্চার

By নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট
28 November 2025, 12:43 PM
UPDATED 28 November 2025, 18:51 PM

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় মাটি খননের সময় পরিত্যক্ত একটি রকেট লঞ্চার উদ্ধার করেছে পুলিশ।

আজ শুক্রবার সকালে উপজেলার গড্ডিমারী ইউনিয়নের জুম্মারপাড়া এলাকা থেকে রকেট লঞ্চারটি উদ্ধার করা হয়। দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন্নবী। 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জুম্মারপাড়া এলাকার আবুল হোসেনের জমিতে মাটি কাটার সময় রকেট লঞ্চারটি দেখতে পান এক্সকাভেটরচালক। পরে স্থানীয়রা খবর দিলে পুলিশ এসে রকেট লঞ্চারটি নিয়ে যায়।

ওসি মাহমুদুন্নবী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একটি রকেট লঞ্চার উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে এটি মুক্তিযুদ্ধ সময়ের বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরও বলেন, আইন অনুযায়ী রকেট লঞ্চারটি নিষ্ক্রিয় করতে ব্যবস্থা নেওয়া হবে।