৭২ এর সংবিধানের কথা বলা মানে জিয়ার বিরুদ্ধে অবস্থা নেওয়া: জামায়াত আমির শফিকুর
৭২ এর সংবিধানের পক্ষে কথা বলা মানে জিয়াউর রহমানের বিরুদ্ধে অবস্থা নেওয়া— এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
আজ সোমবার বিকেলে খুলনার শিববাড়ী মোড়ে আন্দোলনরত ৮ দলের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, 'চাঁদাবাজি, দুর্নীতি বন্ধ হয়নি। ক্ষমতায় না গিয়েও অনেকে ক্ষমতার দাপট দেখাচ্ছেন। প্রশাসনিক ক্যু করার চেষ্টা করছে। আগামী নির্বাচনে ছলে-বলে-কৌশলে বিভিন্ন জায়গায় বসে কেউ কেউ ষড়যন্ত্রের জাল বুনছেন। জনগণ ভোট দিক বা না দিক ক্ষমতায় তাদেরকে যেতেই হবে।'
জামায়াত আমির বলেন, 'বেলা শেষ, দিন শেষ, সূর্যও ডুবে গেছে। এই বাংলাদেশে এটা আর হবে না। আমরা হতেও দেবো না।'
তরুণদের উদ্দেশ্যে তিনি বলেন, 'তোমাদের ভোট নিয়ে ছিনিমিনি কী বরদাস্ত করবে? আমরা তোমাদেরকে কথা দিচ্ছি, তোমাদের ভোটের পাহারাদারি করার জন্য আমরাও যুবক হয়ে সেদিন তোমাদের সঙ্গে একইভাবে লড়ব।'
তিনি বলেন, 'কেউ যদি চোরা গলিতে হাঁটার চেষ্টা করেন, তাহলে প্রয়োজনে আরেকটা ৫ আগস্ট হবে।'
ডা. শফিকুর বলেন, 'কেউ কেউ হিংসা সৃষ্টি করে জাতিকে বিভক্ত করতে চায়। চিংড়ি মাছের মতো কেউ কেউ পিছনে দৌড়াতে চায়। কেউ কেউ ৭২ এর সংবিধান নিয়ে কামড় দিয়ে পড়ে থাকতে চায়। মনে রাখবেন, বাংলাদেশের প্রথম দুঃশাসনের পর জিয়াউর রহমান ক্ষমতায় এসে ওই সংবিধানকে তিনি আমূল পরিবর্তন করে দিয়েছিলেন।'
তিনি আরও বলেন, 'এখন যদি কেউ ৭২ এর সংবিধানের কথা বলেন, কার্যত তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিরুদ্ধে অবস্থা নেবেন। বেগম খালেদা জিয়াও কখনো ৭২ এর সংবিধানের পক্ষে কথা বলেননি। আমরা আশা করব, যারা এই দুইজনকে ভালোবাসেন, তারা কেউ আর ভুলেও ৭২ এর এই ফ্যাসিবাদী সংবিধানের কথা বলবেন না।'
জামায়াত আমির বলেন, 'জুলাই সনদের আইনি ভিত্তি কার্যকরে আমরা ঐক্যবদ্ধ হয়েছিলাম। জুলাই সনদকে চূড়ান্ত আইনি ভিত্তি দিতে গণভোটের আয়োজন করতে হবে। একসঙ্গে তালগোল পাকিয়ে এর মাহাত্ম্য নষ্ট করবেন না। জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন করা হোক।'
সভাপতির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতী সৈয়দ মো. রেজাউল করিম বলেন, 'অনেকে বলেন আমরা নির্বাচনের জন্য প্রস্তুত নই। কিন্তু আমরা নির্বাচনের জন্য সম্পূর্ণ প্রস্তুত। কিন্তু তারাই ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে হিসাব নিকাশ করছেন, যারা দেখেছেন তাদের পায়ের তলে মাটি সরে গেছে।'
সমাবেশে আরও বক্তব্য রাখেন, খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মুফতী মুসা বিন ইজহার, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা ইউসুফ সাদেক হক্কানী, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির (বিডিপি) চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চাঁন।