নির্বাচন কমিশনের নিবন্ধন চায় ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি’

By স্টার অনলাইন রিপোর্ট
26 October 2022, 10:00 AM
UPDATED 26 October 2022, 18:50 PM

রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য আবেদন করেছে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি। বাংলাদেশ জামায়াতে ইসলামী নতুন এই নামে রাজনৈতিক কার্যক্রম চালাচ্ছে বলে মনে করা হচ্ছে।

দলের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম নির্বাচন কমিশনের কাছে ৫০ হাজার পৃষ্ঠার নথিসহ আবেদনপত্র জমা দেন।

আবেদন জমা দেওয়ার পর আজ বুধবার আনোয়ারুল ইসলাম জানান, তাদের দলের সাধারণ সম্পাদক নিজামুল হক।

তিনি বলেন, জামায়াতের সঙ্গে আমাদের দলের কোনো সম্পর্ক নেই।

গণমাধ্যমের খবরে বলা হয়, দলটির সাধারণ সম্পাদক ছিলেন জামায়াত সমর্থিত ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের সাবেক এক নেতা।

রাজনৈতিক দল হিসেবে ২০১৩ সালে জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্ট। ওই রায়ের পর ২০১৮ সালের অক্টোবরে নির্বাচন কমিশন জামায়াতের নিবন্ধন বাতিল করে দেয়।