ময়মনসিংহে বিএনপি নেতার বিরুদ্ধে ৪ সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

By নিজস্ব সংবাদদাতা, ময়মনসিংহ
29 November 2025, 15:22 PM
UPDATED 30 November 2025, 02:26 AM

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় চারজন সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে বিএনপির এক নেতার বিরুদ্ধে। 

আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার হরিরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহমেদ। 

হামলায় আহত সাংবাদিকেরা হলেন—দৈনিক সমকালের স্থানীয় প্রতিনিধি মতিউর রহমান সেলিম, কালবেলার প্রতিনিধি আবদুল্লাহ আল ফাহাদ, সকালের সময়ের প্রতিনিধি এসএম মাসুদ রানা এবং নতুন শতাব্দীর প্রতিনিধি রাকিবুল হাসান সুমন।

এ ঘটনায় ত্রিশাল থানায় চারজনকে আসামি করে মামলা করেছেন মতিউর রহমান।  

মামলার এজাহারের বরাত দিয়ে ওসি মনসুর আহমেদ বলেন, আজ সকালে কয়েকজন সাংবাদিক ভূমি দখলের অভিযোগ তদন্তে হরিরামপুর গ্রামে যান। সেখানে ইউনিয়ন পরিষদের সদস্য ও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম স্বপনের নেতৃত্বে একদল লোক লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর হামলা চালায়। সাংবাদিকদের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে তাদের উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আহত সাংবাদিকদের মধ্যে মতিউর রহমান সেলিম ও এসএম মাসুদ রানা হাসপাতালে চিকিৎসাধীন। বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। 

তিনি আরও বলেন, পুলিশ ইউপি সদস্য স্বপন এবং তার সহযোগী জিয়াকে গ্রেপ্তার করেছে। তাদের থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।