নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বিলুপ্তির প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ
নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বিলুপ্ত করে অন্য অধিদপ্তরের সঙ্গে একীভূত করার প্রস্তাবের প্রতিবাদ এবং ৮ দফা দাবি বাস্তবায়নের দাবিতে গাজীপুরের কাপাসিয়ায় বিক্ষোভ মিছিল করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ঢাকা–কিশোরগঞ্জ মহাসড়কের তরগাঁও মোড়ে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে সৈয়দা জোহরা তাজউদ্দীন নার্সিং কলেজের শিক্ষক-শিক্ষার্থী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সরা উপস্থিত ছিলেন।
তাদের ৮ দফা দাবিগুলো হলো—স্বতন্ত্র নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর একীভূতকরণ প্রক্রিয়া বন্ধ করে জাতীয় নার্সিং কমিশন গঠন করা। প্রস্তাবিত নিয়োগবিধি, অর্গানোগ্রাম, স্ট্যান্ডার্ড সেট-আপ ও ক্যারিয়ার পাথ দ্রুত অনুমোদন করা।
নার্সদের ৯ম থেকে ৪র্থ গ্রেড পর্যন্ত উচ্চপদ সৃষ্টি করে পদোন্নতি নিশ্চিত করা। নার্সিং সুপারভাইজার ও নার্সিং ইন্সট্রাক্টর পদ ১০ম গ্রেড থেকে ৯ম গ্রেডে উন্নীত করা।
এছাড়া, ডিপ্লোমা নার্স–মিডওয়াইফদের সনদ স্নাতক (পাস) সমমান প্রদান এবং গ্র্যাজুয়েট নার্স–মিডওয়াইফদের জন্য পেশাদার বিসিএস চালু করা।বেসরকারি স্বাস্থ্যসেবা ও শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগবিধি ও বেতন কাঠামো প্রণয়ন এবং অপ্রশিক্ষিত/ভুয়া নার্স–মিডওয়াইফদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।
ঝুঁকিভাতা প্রদান এবং জোরপূর্বক চাপিয়ে দেওয়া নতুন নার্সিং ইউনিফর্ম বাতিল। শয্যা, রোগী ও চিকিৎসক অনুপাতে নতুন পদ সৃষ্টি ও নিয়োগ প্রদান।
সমাবেশে বক্তব্য দেন সৈয়দা জোহরা তাজউদ্দীন নার্সিং কলেজের প্রভাষক মোহাম্মদ মহিউদ্দিন, জাকির হোসেন ও রীনা আক্তার, কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স কামরুজ্জামান প্রধান, কলেজের পোস্ট বেসিক বিএসসি শিক্ষার্থী মাহফুজ আহমেদ ও তুহিন সরকারসহ অনেকে।