ওসমান হাদিকে গুলি: অপরাধীদের দ্রুত গ্রেপ্তার দাবিতে শনিবার সারাদেশে বিএনপির বিক্ষোভ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলির ঘটনায় দুষ্কৃতিকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে আগামীকাল শনিবার সারাদেশে বিক্ষোভের ডাক দিয়েছে বিএনপি।
আজ শুক্রবার বিকেলে এক আলোচনা সভায় বক্তব্য দেওয়ার সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ ঘোষণা দেন।
তিনি বলেন, 'অবাধ-সুষ্ঠু-শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নষ্ট করতে নীল নকশা করা হয়েছে এবং এরই অংশ হিসেবে আজ ওসমান হাদিকে গুলি করা হয়েছে। তিনি এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।'
রিজভী আরও বলেন, 'চট্টগ্রামে এরশাদ উল্লাহকে গুলি করা হয়েছে। এসব ঘটনায় তদন্ত করে দুষ্কৃতিকারীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিএনপি ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ মিছিল করবে।'
'আগামীকাল ১৩ ডিসেম্বর বিএনপি ও এর সব অঙ্গ সংগঠনরা এই বিক্ষোভ মিছিল করবে দুষ্কৃতিকারীদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনার দাবিতে,' বলেন তিনি।
একই অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, 'ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে পল্টনে দুষ্কৃতকারীর গুলিতে গুরুতর আহত হয়েছেন। এই নৃশংস ঘটনার আমি তীব্র ক্ষোভ ও নিন্দা জানাচ্ছি। পাশাপাশি ছাত্রদলসহ দলের সবার প্রতি আহ্বান করছি, সরকারকে বিশেষ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করা যেন তারা সুষ্ঠু তদন্ত করে দুষ্কৃতকারীর খোঁজ বের করতে পারেন।'
আজ শুক্রবার দুপুরে রাজধানীর পল্টনের বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ হন ওসমান হাদি। ঘটনাটি ঘটে পল্টনের ডিআর টাওয়ার ও বাইতুস সালাম জামে মসজিদের মাঝামাঝি সড়কে।
ডিআর টাওয়ারের নিরাপত্তাকর্মী সাকিব হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, 'যখন গুলি চলে তখন আমি ভবনের ভেতরে ছিলাম। শব্দ শুনে দ্রুত রাস্তায় গিয়ে দেখি একটি রিকশায় তাকে (হাদিকে) নিয়ে যাচ্ছে। রাস্তায় রক্ত পড়ছিল।'
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক দ্য ডেইলি স্টারকে জানান, গুলিবিদ্ধ হাদিকে আইসিইউতে নেওয়া হয়েছে।
ওসমান হাদিকে গুলির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে জড়িত সবাইকে শনাক্ত করে আইনের আওতায় আনার কঠোর নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
তিনি বলেন, 'নির্বাচনী পরিবেশে এমন সহিংস হামলা একেবারেই অগ্রহণযোগ্য এবং দেশের শান্তিপূর্ণ রাজনৈতিক অঙ্গনের জন্য এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা।'
এছাড়া, চিকিৎসা কার্যক্রম নিবিড়ভাবে তদারকি করার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেছেন তিনি।

