মাগুরার মহম্মদপুরে গ্রামীণ ব্যাংকে আগুন

By নিজস্ব সংবাদদাতা, মাগুরা
18 November 2025, 08:37 AM

মাগুরার মহম্মদপুর উপজেলায় গ্রামীণ ব্যাংকের অফিসে আগুন লাগার ঘটনা ঘটেছে।  আজ মঙ্গলবার ভোর সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

শাখা ব্যবস্থাপক সোহানা সুলতানা বলেন, মঙ্গলবার ভোর সাড়ে ৩টার দিকে অফিসের জানালা দিয়ে পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়। ফলে অনেক গুরুত্বপূর্ণ নথি এবং অফিসের আসবাবপত্র পুড়ে যায়। ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

মহম্মদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন মাস্টার বিল্লাল মৃধা জানান, ভোর সাড়ে ৩টার দিকে খবর পেয়ে মোহাম্মদপুর গ্রামীণ ব্যাংক অফিসে দমকল বাহিনী পাঠানো হয়। তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বলেন, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই পুলিশ সদস্যদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা হয়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের জন্য তদন্ত করা হবে।