গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

By স্টার অনলাইন রিপোর্ট
10 November 2025, 08:24 AM
UPDATED 10 November 2025, 22:34 PM

ঢাকার মিরপুরে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনের সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ সোমবার ভোররাত পৌনে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি বলেন, 'মোটরসাইকেলে করে দুই দুর্বৃত্ত এসে গ্রামীণ ব্যাংকের সামনের সড়কে ককটেল ছুড়ে মারে।'

পুলিশ জানিয়েছে, তারা ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে। নাশকতার এই ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।