চট্টগ্রামে বাস, ভূমি অফিসের সাইনবোর্ডে আগুন
চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ সোমবার রাতে এ ঘটনা ঘটে।
পতেঙ্গা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মামুনুর রশিদ জানান, পতেঙ্গা থানার জিএম গেট এলাকার সামনে পার্ক করা একটি বাসে আগুন লাগার খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভান।
আগুনে পুরো বাসটি পুড়ে গেছে। তবে এই ঘটনায় কেউ আহত হয়নি বলেও জানান তিনি।
এদিকে আজ ভোরে কোতোয়ালি থানার লাভ লেন এলাকায় মেট্রোপলিটন সদর সার্কেল ভূমি অফিসের সাইনবোর্ডে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
চট্টগ্রাম জেলা প্রশাসনের এডিসি (রাজস্ব) মো. সাদি উর রহিম জাদিদ দ্য ডেইলি স্টারকে বলেন, মুখোশধারী দুর্বৃত্তরা সীমানা প্রাচীর টপকে অফিস ভবনের বাইরে সদর সার্কেল ভূমি অফিসের সাইনবোর্ড পুড়িয়ে দেয় এবং তারপর পালিয়ে যায়।
তিনি বলেন, আমাদের নিরাপত্তাকর্মীরা সেই সময় ভেতরে ছিলেন। তবে নাশকতামূলক কর্মকাণ্ডের পর বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি।