সাভারে দাঁড়িয়ে থাকা বাসে আগুন
সাভারের বিরুলিয়া বেড়িবাঁধ সংলগ্ন বটতলা এলাকায় পার্ক করে রাখা আলিফ পরিবহনের একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। গতকাল রোববার রাত পৌনে ১১টার দিকে বিরুলিয়া বেড়িবাঁধ সংলগ্ন বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।
বাসের মালিক আমজাদ হোসেন বলেন, রাত সাড়ে ৮টার দিকে বিরুলিয়া বটতলা এলাকায় মীর আক্তার কনস্ট্রাকশনের গেটের কাছে বাসটি পার্কিং করে বাসায় খাবার খেতে যাই।
তিনি বলেন, রাত পৌনে ১১টার দিকে বাসে আগুন লাগিয়ে দেওয়া হয়। খবর পেয়ে আশেপাশের লোকজন বালতির পানি, বালু দিয়ে বাসের আগুন নেভাই। আগুনে পুরো বাসটাই পুড়ে গেছে আমার।
সাভার মডেল থানার বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. আ. ওয়াহাব বলেন, বাসের মালিক নিজেই বাসটি চালান। তিনি বিরুলিয়া বেড়িবাঁধ সংলগ্ন মীর আক্তার কনস্ট্রাকশনের গেটের সামনে বাসটি রেখে রাতের খাবার খেতে যান। এর মধ্যে দুর্বৃত্তরা বাসে আগুন দিয়ে পালিয়ে যায়।