ফেব্রুয়ারিতে নির্বাচনের পর বইমেলা

By স্টার অনলাইন রিপোর্ট
2 November 2025, 15:31 PM
UPDATED 2 November 2025, 22:11 PM

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তারিখ চূড়ান্ত হলেই অমর একুশে বইমেলার তারিখ ঘোষণা করা হবে।

আজ রোববার রাতে বাংলা একাডেমির মহাপরিচালকের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে সন্ধ্যায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন মহাপরিচালক।

বৈঠকে অমর একুশে বইমেলা ২০২৬ এর সময় নির্ধারণের বিষয়ে সমিতির প্রস্তাব নিয়ে আলোচনা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি কয়েকটি সম্ভাব্য সময়ের কথা জানায়। রাষ্ট্রের নিরাপত্তা বিষয়ক সংস্থার পরামর্শও পর্যালোচনা করা হয়। 

বৈঠকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পরপর ফেব্রুয়ারি মাসেই মেলা আয়োজনের প্রস্তাব সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাস্তবসম্মত বলে গৃহীত হয়। 

সভায় সিদ্ধান্ত হয়, নির্বাচনের তারিখ নির্দিষ্ট হওয়ার পরই মেলার তারিখ ঘোষণা করা হবে।

উল্লেখ্য, অমর একুশে বইমেলা ২০২৬ আয়োজনের ব্যাপারে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট অন্যদের সঙ্গে বাংলা একাডেমি নিয়মিত যোগাযোগ রক্ষা করছে।