ডিসেম্বরে বইমেলার সিদ্ধান্ত স্থগিত

By স্টার অনলাইন রিপোর্ট
28 September 2025, 14:44 PM

অমর একুশে বইমেলা আগামী ডিসেম্বরে অনুষ্ঠিত হচ্ছে না। আজ রোববার বাংলা একাডেমির মহাপরিচালকের সই করা এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

এতে বলা হয়, অমর একুশে বইমেলা আসন্ন জাতীয় নির্বাচন পরবর্তী সময়ে আয়োজনের ব্যবস্থা গ্রহণ করতে হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তের প্রেক্ষাপটে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি (বাপুস) ও সংশ্লিষ্ট অন্যদের মতামতের ভিত্তিতে যে তারিখ বইমেলার জন্য নির্ধারণ করা হয়েছিল তা স্থগিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রকাশক ও অন্য অংশীজনদের পরামর্শ অনুযায়ী পরবর্তী সময়ে নতুন তারিখ ঠিক করা হবে।

এর আগে গত ১৮ সেপ্টেম্বর বাংলা একাডেমি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছিল আগামী ১৭ ডিসেম্বর থেকে ১৭ জানুয়ারি অমর একুশে বইমেলা অনুষ্ঠিত হবে।

জাতীয় সংসদ নির্বাচন ও পবিত্র রমজানের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলেও তখন জানানো হয়।