নেত্রকোণায় পতাকা বৈঠকে ৩ বাংলাদেশিকে হস্তান্তর বিএসএফের

By নিজস্ব সংবাদদাতা, নেত্রকোণা
3 June 2025, 14:05 PM
UPDATED 3 June 2025, 20:30 PM

অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে আটক তিন বাংলাদেশিকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

নেত্রকোণার বিজিবি-৩১ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল এএইচএম কামরুজ্জামান জানান, আজ মঙ্গলবার সকালে দুর্গাপুরের বিজয়পুর সীমান্তের কাছে শূন্যরেখায় আয়োজিত পতাকা বৈঠকে তাদের হস্তান্তর করে বিএসএফ।

তিনি জানান, সকাল পৌনে ৯টার দিকে পতাকা বৈঠকটি অনুষ্ঠিত হয়।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান নিশ্চিত করেছেন, হস্তান্তরকৃত তিনজনকে তাদের পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।