বনানী সড়কের অবরোধ তুলে নিয়েছেন পোশাকশ্রমিকরা

By স্টার অনলাইন রিপোর্ট
10 March 2025, 07:37 AM

ট্রাকচাপায় সহকর্মীর মৃত্যুতে ক্ষোভ জানাতে রাজধানীর বনানী চেয়ারম্যানবাড়ি সড়ক অবরোধ করে রেখেছিলেন পোশাকশ্রমিকরা। আজ সোমবার সকাল থেকে শুরু হওয়া এই অবরোধ শেষ পর্যন্ত দুপুর দেড়টার দিকে তুলে নেন তারা।

ঘটনাস্থল থেকে আমাদের আলোকচিত্রী প্রবীর দাশ বলেন, পুলিশ অবরোধকারীদের বোঝাতে সক্ষম হয়েছেন এবং পোশাকশ্রমিকরা অবরোধ তুলে নিয়েছেন।

সকাল থেকে চেয়ারম্যানবাড়ি সড়কটির উভয়পাশ অবরোধ থাকায় ওই এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়, যার প্রভাব পড়ে আশেপাশের এলাকাগুলোতেও।

তীব্র যানজটে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

দুপুরের দিকে ওই এলাকায় বাড়ানো হয় পুলিশ সদস্যের সংখ্যা। রাস্তার ওপর তারা সারিবদ্ধভাবে ব্যারিকেড তৈরি করে দাঁড়ান।

দুপুর পৌনে ১টার দিকে ঘটনাস্থলের পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে প্রবীর দাশ বলেন, 'একপাশে পুলিশ আরেকপাশে অবরোধ, মাঝে ভোগান্তি।'