বনানী সড়ক-এক্সপ্রেসওয়ে বন্ধ, মানুষের চরম ভোগান্তি

শরীফ এম শফিক
শরীফ এম শফিক
10 March 2025, 05:07 AM
UPDATED 10 March 2025, 15:01 PM

রাজধানীর বনানীতে চেয়ারম্যানবাড়ি সড়কের উভয়পাশ সকাল ১১টা পর্যন্তও অবরোধ করে রেখেছেন পোশাক শ্রমিকরা। এতে ওই এলাকায় তীব্র যানযট সৃষ্টি হয়েছে এবং চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। পোশাক শ্রমিকদের অবরোধের কারণে এলিভেটেড এক্সপ্রেসওয়েতেও যানবাহন চলাচল বন্ধ আছে।

জাপান
সড়কে ব্যারিকেড দিয়ে সকাল থেকে অবরোধ করে রেখেছেন পোশাক শ্রমিকরা। ছবি: প্রবীর দাশ/স্টার

বনানীর মারুফ স্টোরের কর্মচারী মো. তুহিন দ্য ডেইলি স্টারকে বলেন, 'সকাল ৭টায় ঘুম ভেঙে দোকান খুলেই দেখি রাস্তা বন্ধ। দুইপাশের যাত্রীরা ফুটপাত দিয়ে হেঁটে গন্তব্যে যাচ্ছেন। ফুটপাতেও অনেক ভিড় ছিল। তাই সেখানেও হাঁটতে পারছিলেন না সাধারণ মানুষ।'

Abbas Araghchi at BRICS
শ্রমিকরা সড়ক অবরোধ করে রেখেছেন। ছবি: স্টার

সোনা মিয়া (৬০) বলেন, 'স্ত্রীসহ কচুক্ষেত থেকে সৈনিক ক্লাব পর্যন্ত এসে দেখি রাস্তা বন্ধ। আমি গাজীপুরে যাব। বাসের অপেক্ষায় এখানে বসে আছি। কিছু পথ হেঁটেছি। এখন ক্লান্ত হয়ে বসে আছি, কিন্তু বাসের কোনো দেখা নেই। একটু একটু করে হাঁটছি, আবার বসে বিশ্রাম নিচ্ছি। কিন্তু এভাবে আর কত দূর যেতে পারব।'

সালসা
রাস্তা বন্ধ থাকায় মহাখালীর দিক থেকে কোনো গাড়ি বনানী যেতে পারছে না। ছবি: প্রবীর দাশ/স্টার

 
নাম প্রকাশে এক নারী (৩৫) জানান, 'উত্তরাতে আমার অফিস। সকাল সাড়ে ৮টায় আগারগাঁও থেকে রওনা হয়েছি। সাড়ে ৯টায় জাহাঙ্গীর গেট পর্যন্ত আসি, তারপর আটকে পড়ি। পরে ক্যান্টনমেন্ট দিয়ে সৈনিক ক্লাব যাই। হেঁটে বনানী পার হব, তারপর গাড়ি বা সিএনজি পেলে হয়তো অফিসে যেতে পারব।'

kusal-nisanka.jpg
গাড়ি না থাকায় ফাঁকা হয়ে আছে সড়ক। ছবি: স্টার

ঘটনাস্থল থেকে ডেইলি স্টারের সংবাদদাতা জানান, রাস্তা বন্ধ থাকায় মহাখালীর দিক থেকে কোনো গাড়ি বনানী যেতে পারছে না। এছাড়া এয়ারপোর্টের দিক থেকে আসা গাড়িগুলো বনানী পার হয়ে ঢুকতে পারছে না। বাসগুলো বনানী কবরস্থানের মোড়ে এসে যাত্রী নামিয়ে দিচ্ছে। তারপর আবার ঘুরিয়ে এয়ারপোর্টের দিকে যাওয়া চেষ্টা করছে।'

Trump and Netanyahu
যানবাহন না পেয়ে হেঁটে গন্তব্যের দিকে যাচ্ছেন অনেকে। ছবি: প্রবীর দাশ/স্টারগাড়ি

এর আগে, রাজধানীর বনানী এলাকায় চেয়ারম্যানবাড়ি ইউটার্নে ট্রাকচাপায় এক নারী নিহত ও একজন আহত হন। এই ঘটনায় সকাল থেকে বনানী চেয়ারম্যানবাড়ি সড়কের উভয়পাশ অবরোধ করেন পোশাক শ্রমিকরা।