গোপালগঞ্জে গাছ ফেলে মহাসড়ক অবরোধের চেষ্টা, ধাক্কা লেগে ক্ষতিগ্রস্ত বাস

By নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ
16 November 2025, 07:01 AM

গোপালগঞ্জের কাশিয়ানীতে ঢাকা-খুলনা মহাসড়কে গাছ ফেলে সড়ক অবরোধের চেষ্টা করেছে কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা। আজ বুধবার ভোরে এ ঘটনার পর প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। এ সময় একটি বাস গাছের সঙ্গে ধাক্কা লেগে ক্ষতিগ্রস্ত হয়।

পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা গাছ সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, 'ভোর ৩টার দিকে গোপালপুর বাজার এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা মহাসড়কে গাছ ফেলে অবরোধের চেষ্টা করে। খবর পেয়ে কাশিয়ানী থানা–পুলিশ ও রাতইল সেনা ক্যাম্পের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে গাছ সরিয়ে ফেলেন। ভোর ৪টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।'

অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে যানবাহন আটকা পড়ে। এ সময় খুলনাগামী হামিম পরিবহনের একটি বাস সড়কের ওপর ফেলে রাখা গাছের সঙ্গে ধাক্কা লেগে ক্ষতিগ্রস্ত হয়।

ওসি জানান, ঢাকা থাকে ছেড়ে আসা ওই বাসে যাত্রীরা ছিলেন। তবে কেউ হতাহত হননি।