অগ্নি নিরাপত্তা নেই, ধানমন্ডি হকার্স মার্কেটকে ‘অত্যধিক ঝুঁকিপূর্ণ’ ঘোষণা

By স্টার অনলাইন রিপোর্ট
20 March 2024, 15:55 PM
UPDATED 20 March 2024, 22:06 PM

অগ্নি নিরাপত্তা ব্যবস্থা না থাকায় ধানমন্ডি হকার্স মার্কেটকে 'অত্যধিক ঝুঁকিপূর্ণ' ঘোষণা করেছে ফায়ার সার্ভিস ও ডিএসসিসি।

আজ বুধবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ভ্রাম্যমাণ আদালত ওই মার্কেটে অভিযান চালানোর পর এ ঘোষণা দেওয়া হয়।

অভিযানের নেতৃত্ব দেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে ওই মার্কেটকে 'অত্যধিক ঝুঁকিপূর্ণ' ঘোষণা করা হয়েছে বলে জানান তিনি।

তিনি বলেন, 'মার্কেটে অগ্নিনির্বাপক সরঞ্জামসহ যথাযথ অগ্নি নিরাপত্তা ব্যবস্থা ছিল না।'

তিনি আরও বলেন, 'আমরা মার্কেটের মালিক সমিতিকে এক লাখ টাকা জরিমানা করেছি এবং তাদের ঈদ-উল-ফিতরের এক সপ্তাহ পর পর্যন্ত সময় দিয়েছি, এ সময়ের মধ্যে প্রয়োজনীয় সরঞ্জাম ও পর্যাপ্ত অগ্নি নিরাপত্তা ব্যবস্থা নিতে বলেছি।'

নিয়মিত অভিযানের অংশ হিসেবে রাজধানীর নিউমার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত।

জাহাঙ্গীর আলম বলেন, 'ভ্রাম্যমাণ আদালত ওই এলাকার নূর ম্যানশন মার্কেট ও বনলতা কাঁচা বাজার পরিদর্শন করেছে। নূর ম্যানশন দোকান মালিক সমিতিকে অগ্নি নিরাপত্তা বিষয়ে দশটি নির্দেশনা দেওয়া হয়েছে।'

ভ্রাম্যমাণ আদালত ফুটপাত দখল করে ব্যবসা চালানোর দায়ে ঢাকা বিরিয়ানি, আল্লাহর দান বিরিয়ানি হাউস ও বনলতা কাঁচা বাজারে জর্জ মোল্লা বিরিয়ানির দোকানকে ৫ হাজার টাকা করে জরিমানা করেন।