কাশিমপুর কারাগারে ২ কয়েদির মৃত্যু

By নিজস্ব সংবাদদাতা, গাজীপুর
12 December 2022, 06:59 AM
UPDATED 12 December 2022, 13:03 PM

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২ কয়েদির মৃত্যু হয়েছে। 

কারাগার-১-এর সিনিয়র জেল সুপার (অতিরিক্ত দায়িত্ব) আমিরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে জানান, আজ সোমবার সকালে তারা হঠাৎ অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। 

মৃত দুজন হলেন, গাজীপুরের কাপাসিয়াা উপজেলার বাসিন্দা তাইজুদ্দিন (৭৬) এবং কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার মধ্য গোবিন্দপুর গ্রামের আশ্রফ আলীর ছেলে নূর ইসলাম ওরফে শেখ চান (৬৯)। তারা হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ছিলেন।

কারাগারের সিনিয়র জেল সুপার আমিরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে জানান, সকাল ৬টার দিকে কারাগারের ভেতরেই তারা অসুস্থ হয়ে পড়েন। কারা হাসপাতালে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে দুজনকেই মৃত ঘোষণা করেন। 
আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্ত করা হবে বলেও জানান তিনি।