সৌদি ও আরব আমিরাত থেকে ১ লাখ ৮০ হাজার টন ইউরিয়া আমদানির সিদ্ধান্ত

By স্টার অনলাইন রিপোর্ট
16 November 2022, 09:01 AM
UPDATED 16 November 2022, 15:11 PM

সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে ১ লাখ ৮০ হাজার টন ইউরিয়া আমদানি করবে সরকার।

আজ বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনকে (বিসিআইসি) সার আমদানির ছাড়পত্র দিয়েছে।

এর মধ্যে বিসিআইসি ১৮৯ কোটি ২৮ লাখ টাকায় সংযুক্ত আরব আমিরাতের ফার্টিগ্লোব ডিস্ট্রিবিউশন লিমিটেড থেকে ৩০ হাজার টন দানাদার ইউরিয়া কিনবে।

রাষ্ট্রীয় সংস্থা সৌদি আরবের এসএবিআইসি এগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানি থেকে ৩৭৮ কোটি ৫৬ লাখ টাকায় ৬০ হাজার টন দানাদার ইউরিয়া কিনবে।

গত সপ্তাহে বিসিআইসিকে ৩৯২ কোটি টাকায় ৬০ হাজার টন ইউরিয়া আমদানির ছাড়পত্র দেয় ক্রয় কমিটি।