নির্বাচন পরবর্তী সহিংসতায় রাজশাহীতে একজনের কব্জি বিচ্ছিন্ন, আহত আরও ৩

By স্টার অনলাইন রিপোর্ট
22 June 2023, 14:07 PM

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচন পরবর্তী সহিংসতায় একজনের হাতের কব্জি বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে এবং আরও ৩ জন আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার দুপুরে কুলিপাড়া এলাকায় এই সহিংসতার ঘটনা ঘটেছে।

পুলিশ ও আহতদের পরিবারের সদস্যরা জানিয়েছেন, সংঘর্ষের সময় হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে গেছে আলতাফের (৪৫)। তাকে প্রথমে রামেক হাসপাতালে ভর্তি করা হলেও পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন দ্য ডেইলি স্টারকে জানান, অপর আহত মুকুল (৪৫), মোনা (২৬) ও সজলকে (২৩) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই ঘটনার পর ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান ওসি।

প্রত্যক্ষদর্শীরা জানান, নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় আলতাফ ও আজিজ গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় কাউন্সিলর নিজাম-উল-আজিম বিষয়টি মীমাংসা করার চেষ্টা করলেও উত্তেজনা কমেনি। এর রেশ ধরেই আজ তাদের মধ্যে সংঘর্ষ হয়।