২ সিটি নির্বাচনে অনিয়মের কোনো অভিযোগ পাওয়া যায়নি: ইসি রাশেদা সুলতানা

By স্টার অনলাইন রিপোর্ট
21 June 2023, 05:18 AM
UPDATED 21 June 2023, 12:04 PM

রাজশাহী ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে অনিয়মের কোনো অভিযোগ পাওয়া যায়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা।

রাজশাহী ও সিলেট সিটি করপোরেশন নির্বাচন আজ বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে।

রাশিদা সুলতানা ইসি কার্যালয়ে সাংবাদিকদের বলেন, 'আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করছে এবং কোনো অনিয়মের খবর পাওয়া যায়নি।'

প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনাররা ইসি থেকে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নির্বাচন পর্যবেক্ষণ করছেন।

রাশিদা বলেন, এখন পর্যন্ত সামগ্রিকভাবে ভোটার উপস্থিতি বেশ ভালো।

কিছু কিছু ক্ষেত্রে বৃষ্টিপাতের কারণে কম ভোট পড়েছে।

ইভিএমে কোনো সমস্যা হয়নি। তিনি বলেন, রাজশাহীতে এক জায়গায় সমস্যা হয়েছিল, তা ঠিক করা হয়েছে।