গাজীপুর-৪: স্বতন্ত্র প্রার্থী আলম আহমেদ নির্বাচনে অংশ নিতে পারবেন

By স্টার অনলাইন রিপোর্ট
2 January 2024, 04:52 AM

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী আলম আহমেদকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অনুমতি দিয়ে চেম্বার বিচারপতির আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ।

চেম্বার বিচারপতির আদেশ বাতিল চেয়ে এ আসনে আওয়ামী লীগের প্রার্থী সিমিন হোসেন রিমির করা আবেদন খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ছয় সদস্যের বেঞ্চ।

এর আগে গত ১৯ ডিসেম্বর সুপ্রিম কোর্টের চেম্বার বিচারপতি গাজীপুর-৪ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী আলম আহমেদকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে এবং তার জন্য প্রতীক বরাদ্দ দিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দেন।

ঋণখেলাপি হওয়ার কারণে আলমের প্রার্থিতা বাতিলে ইসির সিদ্ধান্ত বহাল রেখে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে করা রিট আবেদনের শুনানি নিয়ে আপিল বিভাগের চেম্বার বিচারপতি ইনায়েতুর রহিম এ আদেশ দেন।