নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: আ. লীগ প্রার্থী এনাম, স্বতন্ত্র প্রার্থী মুরাদকে শোকজ

By নিজস্ব সংবাদদাতা, সাভার
31 December 2023, 10:08 AM

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ঢাকা-১৯ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. এনামুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী তালুকদার মোহাম্মদ তৌহিদ জং মুরাদকে শোকজ করেছে নির্বাচনী তদন্ত কমিটি।

দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ।

আজ রোববার ঢাকা-১৯ নির্বাচনী এলাকার তদন্ত কমিটির চেয়ারম্যান ও সিনিয়র সহকারী জজ মো. জাকির হোসেনের সই করা পৃথক দুটি নোটিশে এই দুই প্রার্থীকে শোকজ করা হয়।

আগামী ২ জানুয়ারি সকাল ১০টায় দুই প্রার্থীকে নির্বাচনী তদন্ত কমিটি চেয়ারম্যানের কার্যালয়ে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

নোটিশে বলা হয়েছে, এনামুর রহমান গত শুক্রবার সাভার ব্যাংকটাউন এলাকার একটি মসজিদে নির্বাচনী প্রচারণা চালান এবং বিভিন্ন উন্নয়নের কথা বলে বক্তব্য দেন এবং তার প্রতীক নৌকায় ভোট চান। যা নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন।

অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী তালুকদার মোহাম্মদ তৌহিদ জং মুরাদ কয়েকজনের হাতে নগদ টাকা বিলি করেন, যার ভিডিও ফুটেজ গতকাল নির্বাচনী তদন্ত কমিটি হাতে পেয়েছে। একারণে মুরাদকে শোকজ করা হয়েছে।