আদালতের নির্দেশনা থাকা ইটভাটায় অভিযান নয়: পরিবেশ অধিদপ্তর
সাভারের যেসব ইটভাটার পক্ষে আদালতের নির্দেশনা রয়েছে, সেগুলোর বিরুদ্ধে কোনো ধরনের অভিযান পরিচালনা করা হবে না বলে জানিয়েছেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট খাইরুন্নাহার।
আজ বুধবার সাভারের আমিনবাজার এলাকায় ইটভাটা মালিক ও শ্রমিকদের মহাসড়ক অবরোধের পর মালিক সমিতির সঙ্গে পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন জরুরি বৈঠকে বসে।
বৈঠক শেষে দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।
তিনি বলেন, 'সাভারকে ডি-গ্রেডেড এয়ারশেড ঘোষণা করায় সব ধরনের দূষণকারী কার্যক্রম বন্ধের উদ্যোগ নেওয়া হয়েছে।
ইটভাটাগুলোই সবচেয়ে বেশি দূষণ করছে। এ কারণেই অভিযান চলছে। আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষ নির্দেশ দিলে অভিযান চালাতে হবে। তবে যেসব ইটভাটার পক্ষে আদালতের কোনো নির্দেশনা আছে, সেখানে আমরা অভিযান পরিচালনা করছি না এবং করবও না। মোবাইল কোর্টের কার্যক্রম চলমান থাকবে।'
সাভার উপজেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ ডেইলি স্টারকে বলেন, 'হঠাৎ করে ডি-গ্রেডেড এয়ারশেড ঘোষণা করায় তারা বিপাকে পড়েছেন।'
তিনি বলেন, 'ইটভাটায় আগাম টাকা দিয়ে শ্রমিক নিয়োগ, মাটি–কয়লা কেনা, ব্যাংক ঋণসহ প্রতিটি ভাটায় ৮–৯ কোটি টাকার বিনিয়োগ রয়েছে। অন্তত ছয় মাস সময় দিলে আমরা বিনিয়োগ তোলার সুযোগ পেতাম।'
তিনি আরও জানান, বৈঠকে পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, যেসব ইটভাটার পক্ষে উচ্চ আদালতের রিট বা আইনজীবীর মতামত রয়েছে, সেসব ভাটায় আপাতত অভিযান হবে না।