সাভারে ডিবি পরিচয়ে ২৫ লাখ টাকা ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৯

By স্টার অনলাইন রিপোর্ট
14 October 2025, 09:37 AM

ঢাকার সাভারে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে একটি তৈরি পোশাক কারখানার ২৫ লাখ টাকা ডাকাতির ঘটনায় ৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতরাতে সাভার ও রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হয়েছেন শহিদুল ইসলাম, সুমন মিয়া, সিদ্দিকুর রহমান ওরফে ইদ্রিস, আফজাল হোসেন ওরফে উজ্জ্বল, মামুন আহমেদ মিন্টু, মেহেদী হাসান, শামীম আহমেদ সবুজ, শাহাদাৎ হোসেন ও ফরাদ হোসেন।

ঢাকা জেলা ডিবির অতিরিক্ত পুলিশ সুপার জাহিদ খান দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গত ২৫ সেপ্টেম্বর সাভারের রাজফুলবাড়িয়া এলাকার ডেলিকেট গার্মেন্টস নামের একটি প্রতিষ্ঠানের ২৫ লাখ টাকা সাভারের তুরাগ এলাকা থেকে ছিনিয়ে নেয় একদল ডাকাত। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা হলে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ছায়া তদন্ত শুরু করে।

জাহিদ খান আরও বলেন, তদন্তের অংশ হিসেবে সোমবার রাতে র‍্যাবের সহযোগিতায় একটি পিকআপ ভ্যান ও ডাকাতির সরঞ্জামসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির ৫ লাখ টাকা, একটি ওয়াকিটকি, একটি খেলনা পিস্তল, র‍্যাবের পোশাক ও হ্যান্ডকাফসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

পুলিশের এই কর্মকর্তা জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে এর আগেও ডাকাতি ও হত্যাসহ একাধিক মামলা রয়েছে। তাদেরকে আজ আদালতে পাঠিয়ে সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।