কীর্তনখোলা নদীতে ১১০০ মেট্রিক টন চোরাই কয়লা উদ্ধার, জাহাজসহ আটক ১২
বরিশালের কীর্তনখোলা নদীতে কোস্টগার্ডের অভিযানে বিপুল পরিমাণ চোরাই কয়লা ও লাইটার জাহাজসহ ১২ জনকে আটক করা হয়েছে।
আজ শুক্রবার কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার ভোর ৫টায় কোস্টগার্ড স্টেশন বরিশাল কর্তৃক কোতোয়ালী থানার চরমোনাই আনন্দ ঘাটসংলগ্ন কীর্তনখোলা নদীতে অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন সন্দেহজনক একটি লাইটার ভেসেল 'এমভি সাফায়েত উল্লাহ হক-৪' তল্লাশি করে প্রায় ১ কোটি ১০ লাখ টাকা মূল্যের ১ হাজার ১০০ মেট্রিক টন চোরাই কয়লাসহ ১২ জন চোরাকারবারিকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতদের কাছ থেকে জানা যায়, মোংলা হিরণ পয়েন্টে অবস্থানরত একটি বিদেশি জাহাজ থেকে গত ২৪ নভেম্বর অবৈধভাবে এসব কয়লা এনে পাচারের উদ্দেশ্যে যাচ্ছিল।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, 'জব্দকৃত কয়লা, পাচারকাজে ব্যবহৃত লাইটার ভেসেল ও আটক চোরাকারবারিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য বরিশালের কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।'
উদ্ধারকৃত কয়লা কাস্টমস হাউসে হস্তান্তর করা হয়েছে। এছাড়া জাহাজটি নৌ পুলিশের কাছে জব্দকৃত হিসেবে হস্তান্তর করা হয়েছে।