সেতু নির্মাণের উদ্বোধনী অনুষ্ঠানে আসাদুজ্জামান ফুয়াদকে হেনস্তা

By নিজস্ব সংবাদদাতা, বরিশাল
7 December 2025, 12:42 PM

বরিশালে সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ছাত্রদল ও স্থানীয়দের একাংশের হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

আজ রোববার দুপুরে রহমতপুর-বাবুগঞ্জে মীরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

আসাদুজ্জামান ফুয়াদ এই নির্বাচনী এলাকা (বরিশাল-৩) থেকে আসন্ন সংসদ নির্বাচনে এবি পার্টি থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রহমতপুর-বাবুগঞ্জ-মুলাদী-হিজলা সড়কে আড়িয়াল খাঁ নদীর ওপর মীরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যান ব্যারিস্টার ফুয়াদ। 

সেখানে ছাত্রদলের একাংশ তাকে ঘিরে 'ভুয়া ভুয়া' স্লোগান দেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তিনি দ্রুত গাড়িতে উঠে এলাকা ত্যাগ করেন।

ব্যারিস্টার ফুয়াদের সফরসঙ্গীরা সাংবাদিকদের জানান, বিএনপি নেতা রাজন সিকদার, বাবুগঞ্জের নেতা ফেরদৌসের নেতৃত্বে ব্যারিস্টার ফুয়াদের ওপর হামলা করা হয়।

জানতে চাইলে বাবুগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আতিকুর রহমান আল-আমিন দ্য ডেইলি স্টারকে বলেন, 'সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে এসে ফুয়াদ সেতু নির্মাণের বিলম্বের কারণ হিসাবে স্থানীয়দের "চাঁদাবাজ" বলে অপপ্রচার করেছেন। স্থানীয় সাধারণ নাগরিকরা এর প্রতিবাদ করে তাকে ধাওয়া দেয়। এর সঙ্গে ছাত্রদল বা বিএনপির কোনো সংযোগ নেই।'

এ বিষয়ে বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এহতেশামুল ইসলাম ডেইলি স্টারকে বলেন, ‌'উপদেষ্টার প্রোগ্রাম শেষে ওই ঘটনা ঘটেছে। তবে কোনো হাতাহাতির ঘটনা ঘটেনি। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত ছিল। তবে এ বিষয়ে কেউ অভিযোগ দেননি।'

এদিকে, ব্যারিস্টার ফুয়াদের ওপর হামলা ও হেনস্তার ঘটনায় নিন্দা জানিয়েছে এবি পার্টি।

এবি পার্টির পক্ষ থেকে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।